এক দশকের বেশি সময় ধরে বন্ধ হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানা। এটি দেশের প্রথম টায়ার কারখানাও বটে। এক সময় যা গর্ব ছিল, আজ সেই কারখানার শ্রমিক মহল্লাতেই চোরেদের উপদ্রব। ডানলপ কারখানা বন্ধ হওয়ার পর থেকে কারখানার ভিতরে যন্ত্রাংশ চুরি করা শুরু করে চোরের দল। যতটুকু অবশিষ্ট ছিল তা ২০১৭ সালে হাইকোর্ট লিকুইডেশানের নির্দেশ দেওয়ার পর নিলাম হয়। ফলে ফাঁকা হয়ে যায় কারখানা।
advertisement
আরও পড়ুনঃ চাষের জমিতে ব্যাগ ভর্তি তাজা বোমা! খবর পেতেই ছুটে গেল পুলিশ, তীব্র চাঞ্চল্য এলাকায়
বর্তমানে শ্মশান ঘিরে রাখার মতো উচু পাঁচিল দিয়ে ঘেরা কারখানা চত্বর। তাই এবার কারখানার শ্রমিক মহল্লায় হানা দিচ্ছে চোরের দল। মহল্লার যেসব কোয়ার্টার ফাঁকা থাকছে, সেখানেই হানা দিচ্ছে চোরেরা। তবে সোনা-গয়না কিংবা টাকা-পয়সা চুরি করছে না। বরং বাড়ির পাখা থেকে আসবাবপত্র, এমনকি ডানলপ এস্টেটের ভিতরে থাকা ইলেকট্রিকের তামার তার চুরি করছে চোরের দল। এর জেরে আতঙ্কে রয়েছেন শ্রমিক মহল্লার বাসিন্দারা।
স্থানীয়রা জানান, কোয়ার্টার ফাঁকা রেখে কোথাও যাওয়া যায় না। সামান্য কিছু কাজে চুঁচুড়া যেতে হলেও ভয় লাগে। একটু ফাঁকা পেলেই বাড়ির আসবাবপত্র চুরি করে নিচ্ছে। বাসিন্দারা ডানলপে টহল বাড়ানোর কথা পুলিশে জানিয়েছেন।
