TRENDING:

Hooghly: গায়েব হয়ে যাচ্ছে বাড়ির ফ্যান-আসবাবপত্র! ডানলপ কারখানার শ্রমিক মহল্লায় চোরেদের উপদ্রব, ঘুম উড়েছে বাসিন্দাদের

Last Updated:

Hooghly: স্থানীয়রা জানান, কোয়ার্টার ফাঁকা রেখে কোথাও যাওয়া যায় না। সামান্য কিছু কাজে চুঁচুড়া যেতে হলেও ভয় লাগে। একটু ফাঁকা পেলেই বাড়ির আসবাবপত্র চুরি করে নিচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাহাগঞ্জ, হুগলি, সোমনাথ ঘোষঃ দিনের বেলা যেমন তেমন, সন্ধ্যা হলেই শুনশান এলাকা। বর্তমানে চোরেদের হানা দেওয়ার জন্য আদর্শ জায়গা বন্ধ ডানলপ কারখানার শ্রমিক মহল্লা। কারখানায় অবশিষ্ট আর কিছু নেই। তবু চোরের উৎপাতে শ্রমিক মহল্লায় ঘুম উড়েছে।
বন্ধ ডানলপ কারখানা
বন্ধ ডানলপ কারখানা
advertisement

এক দশকের বেশি সময় ধরে বন্ধ হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানা। এটি দেশের প্রথম টায়ার কারখানাও বটে। এক সময় যা গর্ব ছিল, আজ সেই কারখানার শ্রমিক মহল্লাতেই চোরেদের উপদ্রব। ডানলপ কারখানা বন্ধ হওয়ার পর থেকে কারখানার ভিতরে যন্ত্রাংশ চুরি করা শুরু করে চোরের দল। যতটুকু অবশিষ্ট ছিল তা ২০১৭ সালে হাইকোর্ট লিকুইডেশানের নির্দেশ দেওয়ার পর নিলাম হয়। ফলে ফাঁকা হয়ে যায় কারখানা।

advertisement

আরও পড়ুনঃ চাষের জমিতে ব্যাগ ভর্তি তাজা বোমা! খবর পেতেই ছুটে গেল পুলিশ, তীব্র চাঞ্চল্য এলাকায়

বর্তমানে শ্মশান ঘিরে রাখার মতো উচু পাঁচিল দিয়ে ঘেরা কারখানা চত্বর। তাই এবার কারখানার শ্রমিক মহল্লায় হানা দিচ্ছে চোরের দল। মহল্লার যেসব কোয়ার্টার ফাঁকা থাকছে, সেখানেই হানা দিচ্ছে চোরেরা। তবে সোনা-গয়না কিংবা টাকা-পয়সা চুরি করছে না। বরং বাড়ির পাখা থেকে আসবাবপত্র, এমনকি ডানলপ এস্টেটের ভিতরে থাকা ইলেকট্রিকের তামার তার চুরি করছে চোরের দল। এর জেরে আতঙ্কে রয়েছেন শ্রমিক মহল্লার বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

স্থানীয়রা জানান, কোয়ার্টার ফাঁকা রেখে কোথাও যাওয়া যায় না। সামান্য কিছু কাজে চুঁচুড়া যেতে হলেও ভয় লাগে। একটু ফাঁকা পেলেই বাড়ির আসবাবপত্র চুরি করে নিচ্ছে। বাসিন্দারা ডানলপে টহল বাড়ানোর কথা পুলিশে জানিয়েছেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly: গায়েব হয়ে যাচ্ছে বাড়ির ফ্যান-আসবাবপত্র! ডানলপ কারখানার শ্রমিক মহল্লায় চোরেদের উপদ্রব, ঘুম উড়েছে বাসিন্দাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল