ঘটনা সম্পর্কে জরিনা বিবি জানান, “কয়েকদিন আগে তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন। সেই সুযোগে অজ্ঞাত পরিচয় চোর বাড়ির ভিতরে ঢুকে আলমারি ভেঙে প্রায় ২৫ হাজার টাকা নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। বাড়ি ফিরে এসে জরিনা বিবি দেখেন, ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং আলমারি ভাঙা। তখনই তিনি বুঝতে পারেন যে বাড়িতে চুরি হয়েছে।”
advertisement
তবে ঘটনার সবচেয়ে আশ্চর্যের দিক হল, ঘরের মধ্যে পড়ে থাকা একটি মোবাইল ফোন, যা জরিনা বিবির পরিবারের নয়। পরে ধারণা করা হয়, সেটি ওই চোরেরই ফেলে যাওয়া মোবাইল। এরপরেই জরিনা বিবি পুরুলিয়ার সাঁওতালডিহি থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোবাইলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘটনার লিখিত অভিযোগ নথিভুক্ত করে তদন্ত শুরু করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবিষয়ে সাঁওতালডিহি থানার আইসি সুদীপ চক্রবর্তী জানান, “অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। চোরের ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত এগোচ্ছে। মোবাইলটির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা না গেলেও, তদন্ত দ্রুত গতিতে চলছে।” স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ফেলেছে। গৃহস্থ এলাকায় ঘটা এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।






