TRENDING:

বোঝো কাণ্ড! বাড়িতে চুরি করতে এসে চোরের নজিরবিহীন ভুল, ফেলে গেল মোবাইল! হাসিররোল পুরুলিয়ায়

Last Updated:

বাড়িতে চুরি করে পালানোর সময় এক চোর নিজের মোবাইল ওই বাড়িতেই ফেলে পালাল। আর চোরের ফেলে যাওয়া সেই মোবাইল ফোনকেই এখন মূল সূত্র ধরে তদন্ত শুরু করেছে সাঁওতালডিহি থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার সাঁওতালডিহি বাসস্ট্যান্ড এলাকায় ঘটে গেল এক আশ্চর্যজনক চুরির ঘটনা। এলাকার বাসিন্দা জরিনা বিবির বাড়িতে চুরি করে পালানোর সময় এক চোর নিজের মোবাইল ওই বাড়িতেই ফেলে পালাল। আর চোরের ফেলে যাওয়া সেই মোবাইল ফোনকেই এখন মূল সূত্র ধরে তদন্ত শুরু করেছে সাঁওতালডিহি থানার পুলিশ।
পুরুলিয়ার সাঁওতালডিহিতে চুরির ঘটনায় চাঞ্চল্য
পুরুলিয়ার সাঁওতালডিহিতে চুরির ঘটনায় চাঞ্চল্য
advertisement

ঘটনা সম্পর্কে জরিনা বিবি জানান, “কয়েকদিন আগে তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন। সেই সুযোগে অজ্ঞাত পরিচয় চোর বাড়ির ভিতরে ঢুকে আলমারি ভেঙে প্রায় ২৫ হাজার টাকা নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। বাড়ি ফিরে এসে জরিনা বিবি দেখেন, ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং আলমারি ভাঙা। তখনই তিনি বুঝতে পারেন যে বাড়িতে চুরি হয়েছে।”

advertisement

আরও পড়ুন: পুরনো ভেঙে নতুন গয়না! সুযোগ বুঝে চম্পট চালাক স্বর্ণব্যবসায়ী, কোটি কোটি টাকার গল্প, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

View More

তবে ঘটনার সবচেয়ে আশ্চর্যের দিক হল, ঘরের মধ্যে পড়ে থাকা একটি মোবাইল ফোন, যা জরিনা বিবির পরিবারের নয়। পরে ধারণা করা হয়, সেটি ওই চোরেরই ফেলে যাওয়া মোবাইল। এরপরেই জরিনা বিবি পুরুলিয়ার সাঁওতালডিহি থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোবাইলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘটনার লিখিত অভিযোগ নথিভুক্ত করে তদন্ত শুরু করে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বন্ধ চা বাগানের শ্রমিকরা খুঁজে পেলেন আয়ের নয়া দিশা! ছাতা-কাপড়ে করছেন সুক্ষ্ম সুক্ষ্ম কাজ
আরও দেখুন

এবিষয়ে সাঁওতালডিহি থানার আইসি সুদীপ চক্রবর্তী জানান, “অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। চোরের ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত এগোচ্ছে। মোবাইলটির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা না গেলেও, তদন্ত দ্রুত গতিতে চলছে।” স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ফেলেছে। গৃহস্থ এলাকায় ঘটা এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বোঝো কাণ্ড! বাড়িতে চুরি করতে এসে চোরের নজিরবিহীন ভুল, ফেলে গেল মোবাইল! হাসিররোল পুরুলিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল