স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, রামচাঁদমাটি এলাকায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে চোর। গ্রামের সালেমা বিবি নামে এক মহিলার বাড়িতে ঢুকে সাইকেল, গ্যাস সিলিন্ডার চুরির চেষ্টা করছিল ওই চোর। গ্রামের বাসিন্দারা তাকে ধরে ফেলে। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে গ্রামবাসীরা। শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চোরের কাছ থেকে উদ্ধার হয় তালা ভাঙা ও চুরি করার বিভিন্ন সরঞ্জাম।
advertisement
আরও পড়ুন: লুকিয়ে হাঁসুয়া নিয়ে ভরা বাজারে! সন্দেহ হওয়ায় পুলিশ এগিয়ে আসতেই দুই যুবক যা করল
জানা গিয়েছে, সালেমা বিবি’র বাড়িতে চুরির সময় দেখে ফেলে বাড়ির মালিক। তাঁর চেঁচামেচির শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন। ওই চোরকে পাকড়াও করেন। তারপর তাকে একটি ট্রাক্টরের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে ভগবানগোলা থানার পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সালেমা বিবির অভিযোগ, বাড়িতে চোর ঢুকে চুরি করছিল। কিছু না পেয়ে সাইকেল ও গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় শব্দ শুনে চিৎকার করলে গ্রামবাসীরা ছুটে এসে ধরে ফেলে। তারপর তাকে বেঁধে রাখা হয়। তার কাছ থেকে তালা ভাঙা ও দরজা খোলার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়। শনিবার সকালে তাকে পুলিশে তুলে দেওয়া হয়।