লুকিয়ে হাঁসুয়া নিয়ে ভরা বাজারে! সন্দেহ হওয়ায় পুলিশ এগিয়ে আসতেই দুই যুবক যা করল
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
সন্দেহভাজন ওই দুই যুবককে তল্লাশি করতেই যা বেরিয়ে এল তা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। একটি লোহার রড এবং একটি ধারালো হাঁসুয়া দেখা যায়। তারপর আর দেরি করেনি পুলিশ। ওই দু’জন যুবককে আটক করে থানায় নিয়ে যায়
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: শান্ত নিরিবিলি বাজারে এই দু’জন বড়ই বেখাপ্পা। তাদের কেউ আগে দেখেনি। তবে খবর পেয়ে পুলিশ এসে তল্লাশি চালাতেই যা ঘটল তা যে কাউকে চমকে দেবে। সেই সঙ্গে মানুষ সতর্ক হয়ে উঠবে।
তল্লাশিতে মিলল লোহার রড-হাঁসুয়া, পুলিশও অবাক দুই যুবকের ভূমিকায়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়ার মাদারতলার বাজার চত্বরে তখন অন্যান্য দিনের মতোই শান্ত পরিবেশ। হঠাৎই সেখানে পা রাখে হাড়োয়া থানার পুলিশ। গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল, এলাকায় কিছু অচেনা যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে।
আরও পড়ুন: বছর ঘুরতেই পথশ্রীর রাস্তার হতশ্রী দশা! আঙুল ঠিকাদারের দিকে
হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক ও ও গৌতম নস্কর বাজারে বাহিনী নিয়ে এসে ওই দুই যুবককে আলাদা করে ডেকে কথা বলতে শুরু করেন। নাম-পরিচয় জিজ্ঞেস করেন। কিন্তু তাদের উত্তর যেন একে অপরের সঙ্গে মিলছিল না। কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে তা দিব্যি বুঝতে পারেন দুই অভিজ্ঞ পুলিশকর্তা। সন্দেহ আরও ঘনীভূত হয়। শুরু হয় তল্লাশি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সন্দেহভাজন ওই দুই যুবককে তল্লাশি করতেই যা বেরিয়ে এল তা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। একটি লোহার রড এবং একটি ধারালো হাঁসুয়া দেখা যায়। তারপর আর দেরি করেনি পুলিশ। ওই দু’জন যুবককে আটক করে থানায় নিয়ে যায়। জানা গিয়েছে ধৃতদের একজনের নাম আব্দুল সকের (২৮) এবং অপরজন পিন্টু মোল্লা (২৫)। কেন ওই দু’জন এরকম বিপজ্জনক ধারালো অস্ত্র নিয়ে ভরা বাজারে ঘুরে বেড়াচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। তাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা বা এই দুই যুবকের সঙ্গে অন্য কোনও অপরাধচক্রের সম্পর্ক আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 4:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লুকিয়ে হাঁসুয়া নিয়ে ভরা বাজারে! সন্দেহ হওয়ায় পুলিশ এগিয়ে আসতেই দুই যুবক যা করল