TRENDING:

মাঝরাতে ঘুম ভাঙতেই চোখ কপালে বাড়ির সদস্যদের! সোনাদানা-টাকা হাওয়া...! সিসি ক্যামেরায় ধরা পড়ল চাঞ্চল্যকর ফুটেজ

Last Updated:

Robbery Case: মঙ্গলবার গভীর রাতে নদিরা কৃষ্ণনগরের ২ নম্বর বাচ্চু পল্লী এলাকার একটি বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে সোনার গয়না ও নগদ টাকা লুট করে চম্পট দেয় চোর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর, নদিয়া, সমীর রুদ্র: কৃষ্ণনগরে গভীর রাতে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি। পুজোর মুখে বড় সর্বনাশ। সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের গতিবিধি। পুজোর মুখে চুরি, ছিনতাইয়ের ঘটনার বাড়বাড়ন্তে দুশ্চিন্তা বাড়াচ্ছে রাজ্যবাসীর।
কৃষ্ণনগরে দুঃসাহসিক চুরি, সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের গতিবিধি
কৃষ্ণনগরে দুঃসাহসিক চুরি, সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরের গতিবিধি
advertisement

মঙ্গলবার গভীর রাতে নদিরা কৃষ্ণনগরের ২ নম্বর বাচ্চু পল্লী এলাকার একটি বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ির মালিকের নাম উজ্জ্বল তরফদার। রাত তখন আড়াইটে এক দুষ্কৃতী বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে সোনার গয়না ও নগদ টাকা লুট করে চম্পট দেয়।

advertisement

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে নিষিদ্ধ কর্মকাণ্ড! লরি বোঝাই কলার আড়ালে লুকিয়ে… পুলিশি তদন্তে কী বেরিয়ে এল জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

খোয়া যাওয়া সোনার গয়না এবং নগদ মিলিয়ে মোট ৪ লক্ষ টাকা চোট খেয়েছে তরফদার পরিবার। আরও জানা যাচ্ছে, চুরির সময় পরিবারের লোকজন বাড়িতেই ছিলেন। তাদের ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে সর্বস্ব লুট করে হাওয়া হয়ে যায় চোর। বাড়ির লোকজনের উপস্থিতিতেই এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কে এলাকার লোকজন। ঘুম ভাঙতেই নজরে আসে চোরের কীর্তি। ততক্ষণে চোর পগারপার। এরপরই পাশের বাড়ির সিসি ক্যামেরায় দেখা যায় চোরের গতিবিধি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাঝরাতে ঘুম ভাঙতেই চোখ কপালে বাড়ির সদস্যদের! সোনাদানা-টাকা হাওয়া...! সিসি ক্যামেরায় ধরা পড়ল চাঞ্চল্যকর ফুটেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল