মঙ্গলবার গভীর রাতে নদিরা কৃষ্ণনগরের ২ নম্বর বাচ্চু পল্লী এলাকার একটি বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ির মালিকের নাম উজ্জ্বল তরফদার। রাত তখন আড়াইটে এক দুষ্কৃতী বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে সোনার গয়না ও নগদ টাকা লুট করে চম্পট দেয়।
advertisement
খোয়া যাওয়া সোনার গয়না এবং নগদ মিলিয়ে মোট ৪ লক্ষ টাকা চোট খেয়েছে তরফদার পরিবার। আরও জানা যাচ্ছে, চুরির সময় পরিবারের লোকজন বাড়িতেই ছিলেন। তাদের ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে সর্বস্ব লুট করে হাওয়া হয়ে যায় চোর। বাড়ির লোকজনের উপস্থিতিতেই এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কে এলাকার লোকজন। ঘুম ভাঙতেই নজরে আসে চোরের কীর্তি। ততক্ষণে চোর পগারপার। এরপরই পাশের বাড়ির সিসি ক্যামেরায় দেখা যায় চোরের গতিবিধি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
September 24, 2025 3:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাঝরাতে ঘুম ভাঙতেই চোখ কপালে বাড়ির সদস্যদের! সোনাদানা-টাকা হাওয়া...! সিসি ক্যামেরায় ধরা পড়ল চাঞ্চল্যকর ফুটেজ