আরও পড়ুন: অসহায় বৃদ্ধ-বৃদ্ধা থেকে ভবঘুরেদের কাছে ঈশ্বরের দূত সোনারপুরের বুধো দা!
ফলহারিণী অমাবস্যায় হাওড়া জেলা জুড়ে মা কালীর আরাধনায় মেতে ওঠে বিপুল অংশের মানুষ। এদিন শুভ ফল লাভের আশায় জেলা জুড়ে এদিন পুজোর হিড়িক দেখা যায় ভক্তদের মধ্যে। তেমনি ফলহারিণী অমাবস্যা মানে শিকার উৎসব আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে। হাওড়া নন ফরেস্ট জোন হলেও এখানে সজারু কাঠবেড়ালি, গন্ধগোকুল বাঘরোলের গোসাপ-সহ সহ বিভিন্ন বন্যপ্রাণী পাখি বাস করে। জেলায় বাস করা এমন প্রাণীদের শিকার করতে বর্শা, কোঁচ সহ নানা অস্ত্র নিয়ে ফলহারিনী অমাবস্যায় হাওড়া জেলায় হাজির হন। অমাবস্যার কিছুদিন আগে থেকেই শিকারীরা জেলার প্রবেশ করে। সেইদিক গুরুত্ব দিয়ে, জেলা বন দফতর কর্মী এবং পরিবেশ কর্মী জেলার গুরুত্বপূর্ণ প্রবেশ দ্বারগুলিতে পাহারা রত থাকে। জেলার বিভিন্ন স্থানে পাহারায় থাকে, যেমন নফেরিঘাট সড়ক পথ ও রেলপথ পাহারারত থাকে শিকার রুখতে। বিগত কয়েক বছর এভাবেই শিকার রক্ষার চেষ্টা হাওড়া জেলায়। পাশাপাশি মানুষকে সচেতন করতে বিভিন্ন পোস্টার ও লিফলেট বিলি করা।
advertisement
আরও পড়ুন: চিপসের প্যাকেট চুরির অপবাদে চরমপথ ১২-র ছেলের! বাবা-মা এখনও পুলিশে অভিযোগ করলেন না কেন?
পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক জানান, প্রতিবছর ফলহারিণী অমাবস্যায় বনদফতর রেল এবং জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পরিবেশ কর্মী সংগঠনের সদস্যদের নিয়ে আলোচনা হয় এই ফলহারিণী অমাবস্যায় শিকার উৎসবকে প্রতিহত করতে। বন দফতরের নির্দেশ মতো বিভিন্ন স্থানে পাহারা দেয় জেলার পরিবেশ কর্মী সংগঠনের সদস্যরা। এবার জোরদার পাহারায় জেলার যুবরা।