মন্দিরবাজার মোড়ে একটি সোনার দোকানে এই চুরি হয়েছে। বড়সড় এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রায় ৭ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না চুরি গিয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ শান্তিপুরে এই প্রথম! চালু হয়ে গেল শহরের ফার্স্ট বায়ো টয়লেট, দূর হল শৌচাগার নিয়ে দীর্ঘদিনের সমস্যা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দোকান খুলে ভিতরে ঢুকে মালিক কালিপদ মণ্ডল দেখতে পান, দোকানের উপরের চাল কাটা এবং ভিতরের সমস্ত গয়না উধাও হয়ে গিয়েছে। এই খবর পাওয়া মাত্র মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, এই গয়নার দোকানে কোনও সিসি ক্যামেরা ছিল না। এমনকি দোকানের দোতলার উপরের ঘরে ছাদও ছিল না। ফলে চোরেরা সহজেই ভিতরে ঢুকতে পারে বলে মনে করছে পুলিশ। ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ। এই দুঃসাহসিক চুরির ঘটনায় আগামীদিনে কী সামনে আসে সেটাই দেখার।
