স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদ্রার ওই রেল আবাসনে রেলকর্মী, তাঁর স্ত্রী ও দুই মেয়ে থাকে। সোমবার রাত ৮টা নাগাদ ওই রেলকর্মীর স্ত্রী বাড়িতে তালা দিয়ে দুই মেয়েকে নিয়ে স্থানীয় একটি কালীমন্দিরে গিয়েছিলেন। তাঁর স্বামীও ডিউটিতে ছিলেন। বাড়ি ফিরে দেখেন শৌচাগারের জানলা ভেঙে চোরেরা ঘরে ঢুকেছে। সেখানে আলমারি ভেঙে সোনা ও রুপোর গয়না, নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী চুরি করে পালিয়েছে।
advertisement
অভিযোগকারী মালা মণ্ডল পুলিশকে জানিয়েছেন, “আলমারি ভেঙে আনুমানিক ১১১ গ্রাম সোনা, ১০০ গ্রাম রুপো এবং নগদ ৩০ হাজার টাকা চুরি হয়েছে। চুরি যাওয়ার সামগ্রীর মোট মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিষয়টি নিয়ে আদ্রা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তের জন্য স্থানীয় সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এলাকায় এই চুরির ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে।






