মধ্যমগ্রামের শিশিরকুঞ্জ এলাকার এক আবাসনে এই ঘটনাটি ঘটেছে। অভিযোগ, সৌরেন ঘোষ নামে এক বাসিন্দার ফ্ল্যাটের দরজার তালা ভেঙে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। চুরি গিয়েছে প্রায় ১৫-১৬ লক্ষ টাকার সোনার গয়না ও প্রায় ১৫ হাজার টাকা নগদ।
advertisement
জানা গিয়েছে, মেয়ের বিয়ের জন্য কেনা গয়নাগুলি ফ্ল্যাটেই রাখা ছিল। প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার সৌরেনবাবু স্ত্রী দীপান্বিতা ঘোষকে নিয়ে বের হন। তাঁর স্ত্রী ওই সময় টিউশন পড়ান। সেই সুযোগেই চোরেরা ফ্ল্যাটের তালা ভেঙে ঢোকে বলে অনুমান পুলিশের। কিন্তু প্রশ্ন উঠছে, সিসিটিভি ও নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে ঘটল এই দুঃসাহসিক চুরি? আবাসনে প্রবেশের সময় যেখানে প্রত্যেককে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেখানে কেউ নজরে না পড়ে চুরি করে চলে গেল কীভাবে? বাসিন্দাদের মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। আবাসনের নিরাপত্তারক্ষী ও বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সৌরেনবাবুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকার অন্যান্য সিসিটিভি ফুটেজেও নজরদারি চালানো হচ্ছে।






