প্রসঙ্গত, গত পরশু দিনই পরপর দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল হাবড়ায়। চুরির গোটা ঘটনা সিসিটিভি বন্দি হয়েছে। চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী মহল। রবিবার গভীররাতে ঘটনাটি ঘটে হাবড়ার গোয়ালবাটি এলাকায় গোয়ালবাটি বাজারে শিবমন্দিরে প্রণামী বাক্স ভেঙে সমস্ত নগদ টাকা নিয়ে চম্পট দিল চোর। তারপর দোকানে ঘটল চুরির ঘটনা।
advertisement
এদিকে, কাকদ্বীপের দুটি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কাকদ্বীপ থানার অন্তর্গত দুটি স্কুল, একটি উকিলের হাটের কাছে রাজনগর শ্রীনাথ গ্রামবাণী বিদ্যাপিঠ ও অপরটি হলো কাকদ্বীপ আশ্রম মোড়ে সিদ্ধানন্দ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সূত্রের খবর, দুটি স্কুলের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে স্কুলের লাইট নেভানোর কাজ করতে এসে এক কর্মী দেখেন, স্কুলের গেটের তালা ভাঙ্গা রয়েছে। তারপর তিনি বিষয়টি মাস্টারমশাই থেকে স্কুল কর্তৃপক্ষকে জানান তিনি। এই ঘটনার খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
আরও পড়ুন: কলকাতায় হঠাৎ কমছে বাসের সংখ্যা! আরও ভোগান্তি অপেক্ষায়? 'কারণ' শুনলে চমকে উঠবেন
অপরদিকে, গভীর রাতে গৃহস্থবাড়ির গ্রিলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। মোট চারটি ঘরের দরজার লক ভেঙে ঘরের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। প্রত্যেকটি আলমারি ভেঙে প্রয়োজনীয় নথিপত্র সোনার গহনা সহ নগদ টাকা চুরি করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার আট নম্বর ওয়ার্ডের শিব চন্দ্র পাল লেন দত্তপাড়া এলাকায়। জানা গিয়েছে, গৃহস্থ বাড়ির মালিক সুবীর ভট্টাচার্য তার স্ত্রীর অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তার মেয়ের বাড়ি বারাসাতে যান গত মাসের ২০ তারিখে।
আরও পড়ুন: হাঁসুয়া নিয়ে এগিয়ে এল দাদা, ভাইয়ের শরীরে পরপর কোপ! CBI ধরল বৌদি, বৌমা, ভাইপোকে
প্রতিবেশী এক পরিবারকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়ে যান তিনি। প্রতিদিনই প্রতিবেশী পরিবারের এক সদস্য শুভজিৎ প্রামানিক তার বাড়ি দেখাশোনা করে। প্রতিদিনের মত আজ সকালে শুভজিৎ প্রামানিক সুবীর ভট্টাচার্যের বাড়িতে ঢুকে দেখে গ্রিলের তালা নেই, পাশে জলের ট্যাংকের সামনে তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে।