TRENDING:

South 24 Parganas News: শীতে নয়! ভরা বর্ষায় লোকে ভরা প্রেক্ষাগৃহে জয়নগরে নাট্যোৎসব! উচ্ছ্বসিত সকলেই

Last Updated:

South 24 Parganas News: সাধারণত নাট্য উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি শীতের মৌসুমে হয়। কিন্তু জয়নগরের বুকে ভরা বর্ষায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এই নাট্য উৎসবে প্রতিদিনই দর্শকাসন ছিল পরিপূর্ণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর: জয়নগর মজিলপুর সুভাষ বসু নাট্যচর্চা কেন্দ্র এষণার ৫৮ তম বর্ষ এবং প্রতিষ্ঠাতার ৯৬ তম বর্ষ উদযাপন উপলক্ষে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে অনুষ্ঠিত হয়ে গেল নাট্য উৎসব ২০২৫। প্রদীপ প্রজ্জ্বলন করে এই নাট্য উৎসবে শুভ সূচনা করেন জয়নগর মজিলপুর পৌরসভার পৌরপ্রধান। এলাকার গুণীজন সংবর্ধনা এবং স্থানীয় শিল্পীদের নাচ-গান-আবৃত্তির মধ্য দিয়ে দশ দিনের এই নাট্য উৎসব ছিল বর্ণময়।
advertisement

সাধারণত নাট্য উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি শীতের মৌসুমে হয়। কিন্তু জয়নগরের বুকে ভরা বর্ষায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এই নাট্য উৎসবে প্রতিদিনই দর্শকাসন ছিল পরিপূর্ণ। নাট্য উৎসব চলাকালীন উপস্থিত হন জয়নগরের বিধায়ক। তিনি আয়োজক সংস্থাকে সাধুবাদ জানিয়ে এ ধরনের অনুষ্ঠান তাঁর বিধানসভা এলাকায় আরও বেশি করে করার কথা বলেন। এষণার কর্ণধার জানান, শিবনাথ শাস্ত্রী সদনে এই নাট্য উৎসবে দর্শক আসন ছিল পরিপূর্ণ। আশপাশের জেলা থেকে যেসব নাট্যদল নাটক পরিবেশন করতে এসেছিল, তারা সবাই খুশি। নাটক দেখে খুশি এলাকার মানুষও।

advertisement

বর্ণাঢ্য নাট্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল জয়নগর এষণা আয়োজিত দশ দিনব্যাপী নাট্য উৎসবের। জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে এই নাট্যোৎসবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা-সহ একাধিক জেলার বিভিন্ন নাট্যদল অংশগ্রহণ করে।

View More

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: শীতে নয়! ভরা বর্ষায় লোকে ভরা প্রেক্ষাগৃহে জয়নগরে নাট্যোৎসব! উচ্ছ্বসিত সকলেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল