সাধারণত নাট্য উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি শীতের মৌসুমে হয়। কিন্তু জয়নগরের বুকে ভরা বর্ষায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এই নাট্য উৎসবে প্রতিদিনই দর্শকাসন ছিল পরিপূর্ণ। নাট্য উৎসব চলাকালীন উপস্থিত হন জয়নগরের বিধায়ক। তিনি আয়োজক সংস্থাকে সাধুবাদ জানিয়ে এ ধরনের অনুষ্ঠান তাঁর বিধানসভা এলাকায় আরও বেশি করে করার কথা বলেন। এষণার কর্ণধার জানান, শিবনাথ শাস্ত্রী সদনে এই নাট্য উৎসবে দর্শক আসন ছিল পরিপূর্ণ। আশপাশের জেলা থেকে যেসব নাট্যদল নাটক পরিবেশন করতে এসেছিল, তারা সবাই খুশি। নাটক দেখে খুশি এলাকার মানুষও।
advertisement
বর্ণাঢ্য নাট্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল জয়নগর এষণা আয়োজিত দশ দিনব্যাপী নাট্য উৎসবের। জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে এই নাট্যোৎসবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা-সহ একাধিক জেলার বিভিন্ন নাট্যদল অংশগ্রহণ করে।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 8:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: শীতে নয়! ভরা বর্ষায় লোকে ভরা প্রেক্ষাগৃহে জয়নগরে নাট্যোৎসব! উচ্ছ্বসিত সকলেই