TRENDING:

আমেরিকা থেকে ৭০, ৩০০ টন কয়লা নিয়ে হলদিয়ায় এসে পৌঁছল বিশ্বের বৃহত্তম জাহাজ

Last Updated:

বন্দর সূত্রে খবর, এই জাহাজ প্রায় ৩০০ মিটার লম্বা, ৯০ মিটার চওড়া ও ৯.৩ মিটার নাব্যতা যুক্ত৷ এই জাহাজ হলদিয়া এসেছে কয়লা নিয়ে সেল এর জন্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হলদিয়া: হলদিয়ায় এসে পৌঁছল বিশ্বের বৃহত্তম ড্রাইবাল্ক ক্লাসের জাহাজ৷ বন্দরের ইতিহাসে প্রথম বার৷ দীর্ঘ ১৫২ বছরের ইতিহাসে এরকম বড় জাহাজ ড্রাইবাল্ক ক্লাসের এর আগে কখনও আসেনি৷
advertisement

হলদিয়া ডক থেকে ২৫ মাইন দূরে স্যান্ডহেডের কাছে নোঙর করেছে  এম ভি মিনেরাল ইয়াঙ্গফান নামে কেপসাইজ ক্লাসের এই জাহাজ। বন্দর সূত্রে খবর, এই জাহাজ প্রায় ৩০০ মিটার লম্বা, ৯০ মিটার চওড়া ও ৯.৩ মিটার নাব্যতা যুক্ত৷ এই জাহাজ হলদিয়া এসেছে কয়লা নিয়ে সেল এর জন্য৷ সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ পোর্ট থেকে ৭০ হাজার ৩০০ টন কয়লা নিয়ে এসেছে এই জাহাজ।

advertisement

হলদিয়া বন্দরের ভাসমান ক্রেনের সাহায্যে কয়লা জাহাজ থেকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে বার্জে। সেই বার্জ চলে যাবে সেলের জন্য নির্দিষ্ট গন্তব্যে। আপাতত জাহাজ থেকে কয়লা নামানোর কাজ শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: নিম্নচাপের চোখরাঙানি! আগামী ২৪ ঘণ্টা প্রবল বর্ষণ উত্তরবঙ্গে! দক্ষিণেও ঝড়-বৃষ্টির সতর্কতা 

বন্দর চেয়ারম্যান বিনীত কুমারের কথায়, ''দীর্ঘদিন ধরে আমরা আমাদের বাণিজ্যিক অংশীদারদের কাছে বলে এসেছি যে বড় জাহজ নিয়ে আসা হোক। বন্দর সব ধরনের পরিকাঠামো প্রস্তুত করেই রেখেছে। আপাতত সেল রাজি হয়েছে। তারা মাসে দু'টি করে জাহাজ নিয়ে আসবে হলদিয়ায়। এছাড়া এই ব্যবস্থা চলতে থাকলে বছরে ১৫ লক্ষ টন পণ্য পরিবহণ করা যাবে এই হলদিয়া বন্দর থেকে৷''

advertisement

এর আগেও বন্দরে এসেছে কেপসাইজ ক্লাসের জাহাজ। কিন্তু এত বড় কেপসাইজ ক্লাসের জাহাজ প্রথমবার হলদিয়ায় এল। যার ফলে বেশি পরিমাণ পণ্য নিয়ে আসা গেল বন্দরে৷ চলতি অর্থবছরে মোট ১৮টি কেপসাইজ জাহাজ এসেছে। এর মধ্যে গত এপ্রিল মাস থেকে লাগাতার চারটি জাহাজ এসে যাচ্ছে।

আরও পড়ুন: রাস্তা খারাপ? বোর্ডে লেখা নম্বরে ফোন করে জানান, উদ্যোগ বন্দর কর্তৃপক্ষের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

তবে কলকাতা বা হলদিয়া বন্দরের ডকে নূন্যতম নাব্যতা না থাকায় জাহাজকে রাখতে হচ্ছে সাগরেই। সেখান থেকে পণ্য খালাস করা হচ্ছে। তবে যে ভাবে নিরাপত্তা গ্রহণ করে এই জাহাজ নোঙর করা হয়েছে তাতে খুশি বন্দর কর্তৃপক্ষ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আমেরিকা থেকে ৭০, ৩০০ টন কয়লা নিয়ে হলদিয়ায় এসে পৌঁছল বিশ্বের বৃহত্তম জাহাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল