হলদিয়া ডক থেকে ২৫ মাইন দূরে স্যান্ডহেডের কাছে নোঙর করেছে এম ভি মিনেরাল ইয়াঙ্গফান নামে কেপসাইজ ক্লাসের এই জাহাজ। বন্দর সূত্রে খবর, এই জাহাজ প্রায় ৩০০ মিটার লম্বা, ৯০ মিটার চওড়া ও ৯.৩ মিটার নাব্যতা যুক্ত৷ এই জাহাজ হলদিয়া এসেছে কয়লা নিয়ে সেল এর জন্য৷ সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ পোর্ট থেকে ৭০ হাজার ৩০০ টন কয়লা নিয়ে এসেছে এই জাহাজ।
advertisement
হলদিয়া বন্দরের ভাসমান ক্রেনের সাহায্যে কয়লা জাহাজ থেকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে বার্জে। সেই বার্জ চলে যাবে সেলের জন্য নির্দিষ্ট গন্তব্যে। আপাতত জাহাজ থেকে কয়লা নামানোর কাজ শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: নিম্নচাপের চোখরাঙানি! আগামী ২৪ ঘণ্টা প্রবল বর্ষণ উত্তরবঙ্গে! দক্ষিণেও ঝড়-বৃষ্টির সতর্কতা
বন্দর চেয়ারম্যান বিনীত কুমারের কথায়, ''দীর্ঘদিন ধরে আমরা আমাদের বাণিজ্যিক অংশীদারদের কাছে বলে এসেছি যে বড় জাহজ নিয়ে আসা হোক। বন্দর সব ধরনের পরিকাঠামো প্রস্তুত করেই রেখেছে। আপাতত সেল রাজি হয়েছে। তারা মাসে দু'টি করে জাহাজ নিয়ে আসবে হলদিয়ায়। এছাড়া এই ব্যবস্থা চলতে থাকলে বছরে ১৫ লক্ষ টন পণ্য পরিবহণ করা যাবে এই হলদিয়া বন্দর থেকে৷''
এর আগেও বন্দরে এসেছে কেপসাইজ ক্লাসের জাহাজ। কিন্তু এত বড় কেপসাইজ ক্লাসের জাহাজ প্রথমবার হলদিয়ায় এল। যার ফলে বেশি পরিমাণ পণ্য নিয়ে আসা গেল বন্দরে৷ চলতি অর্থবছরে মোট ১৮টি কেপসাইজ জাহাজ এসেছে। এর মধ্যে গত এপ্রিল মাস থেকে লাগাতার চারটি জাহাজ এসে যাচ্ছে।
আরও পড়ুন: রাস্তা খারাপ? বোর্ডে লেখা নম্বরে ফোন করে জানান, উদ্যোগ বন্দর কর্তৃপক্ষের
তবে কলকাতা বা হলদিয়া বন্দরের ডকে নূন্যতম নাব্যতা না থাকায় জাহাজকে রাখতে হচ্ছে সাগরেই। সেখান থেকে পণ্য খালাস করা হচ্ছে। তবে যে ভাবে নিরাপত্তা গ্রহণ করে এই জাহাজ নোঙর করা হয়েছে তাতে খুশি বন্দর কর্তৃপক্ষ।