রাস্তা খারাপ? বোর্ডে লেখা নম্বরে ফোন করে জানান, উদ্যোগ বন্দর কর্তৃপক্ষের

Last Updated:

কলকাতা বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এই রাস্তা কংক্রিট অথবা পেভার রোডে বদলে ফেলা হবে। তবে কারা জলের পাইপ লাইনের জন্য রাস্তা খোঁড়ার কাজ করছিল সেটা জানার চেষ্টা করা হচ্ছে।

#কলকাতা: এবার বন্দরের রাস্তার দায়িত্বে কোথায় কোন ইঞ্জিনিয়ার আছেন তা প্রকাশ্যে বোর্ড দিয়ে জানানোর কাজ শুরু করল কলকাতা বন্দর কর্তৃপক্ষ। শহরের বন্দর এলাকা সন্নিহিত একাধিক রাস্তা রয়েছে বন্দরের নিয়ন্ত্রণে। সেই সব রাস্তার অধিকাংশ অংশের হাল ক্রমশ খারাপ হচ্ছে।
এই অবস্থায় সেই সব রাস্তা সংস্কারের কাজ যেমন শুরু হয়েছে। বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, "মানুষ সমস্যায় পড়লে যেন আমাদের জানাতে পারে, সেই ব্যবস্থা করছি৷ তাই রাস্তা ধরে ধরে তার সমস্ত তথ্য দেওয়া থাকবে। কবে রাস্তার কাজ হয়েছে, কোন ইঞ্জিনিয়ার এর দেখভাল করেছেন। এর সবটাই বোর্ডে দেওয়া থাকবে। ইতিমধ্যেই একাধিক রাস্তায় সেই কাজ করা হয়েছে।"
advertisement
advertisement
যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেই রাস্তাটা ২০১৮ সালে সংস্কার করা হয়। এর পরেও সেই রাস্তার এই পরিস্থিতি কী করে হল তা জানতে একটা তদন্ত কমিটি গড়া হল কলকাতা বন্দর কর্তৃপক্ষের তরফে। কারণ বন্দর এলাকার বিস্তীর্ণ অংশ, যা বন্দর বিধানসভা এলাকার সঙ্গে যুক্ত, সেখানে রাস্তার কাজ বন্দর ও কলকাতা পুরসভা ভাগাভাগি করে। বন্দর সূত্রে খবর, বন্দরের রাস্তা সংস্কারের দায়িত্বে থাকা সব ইঞ্জিনিয়াররা এবার থেকে প্রতিনিয়ত রোড মনিটরিংয়ের কাজ করবেন। বন্দর এলাকায় ভারী যান চলাচল করে, ফলে সেভাবেই রাস্তা তৈরি করা হয়। এক্ষেত্রে চার বছরের মধ্যেই রাস্তার এই হাল কী করে হল তা জানতে চাইছে বন্দর কর্তৃপক্ষ।
advertisement
আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খিদিরপুর থেকে বন্দর বা ডক এলাকার রাস্তায় বোর্ড লাগানো থাকবে। সেই বোর্ডে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের নাম ও ফোন নম্বর লেখা থাকবে। রাস্তা খারাপ হলেই জনগণ ফোন করে সমস্যার কথা জানাতে পারবেন।
কলকাতা বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এই রাস্তা কংক্রিট অথবা পেভার রোডে বদলে ফেলা হবে। তবে কারা জলের পাইপ লাইনের জন্য রাস্তা খোঁড়ার কাজ করছিল সেটা জানার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই দুর্ঘটনা প্রবণ এলাকায় ড্রেনেজের সমস্যার জন্য কলকাতা পুরসভাকে আবেদন জানানো হয়েছে। বন্দর চেয়ারম্যান জানিয়েছেন, আমরা অনুরোধ, করছি সকল সংস্থাকে তারা যেন পর্যাপ্ত অনুমতি নিয়ে কাজ করেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাস্তা খারাপ? বোর্ডে লেখা নম্বরে ফোন করে জানান, উদ্যোগ বন্দর কর্তৃপক্ষের
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement