South 24Parganas News: ইন্টারনেট আর ইমেইলের দাপটে ক্রমশই শ্রীহীন হচ্ছে লেটারবক্স!
- Published by:Salmali Das
Last Updated:
পোস্ট অফিসে গেলে আজও হয়তো আমাদের নজরে আসে সেই ডাকবাক্স। কিন্তু আজ যেন তা ক্রমশঃ গুরুত্বহীন ও শ্রীহীন হয়ে পড়েছে। জীর্ণ সেই ডাকবাক্স দেখলে মনে হয় সে যেন শুধুই এক ঐতিহ্যের বাহক হয়ে দাঁড়িয়ে আছে।
#দক্ষিণ ২৪পরগনা : আমরা সবাই জানি সেই রবি ঠাকুরের "পোস্টমাস্টার" গল্পের কথা। হয়তো মনে আছে অনেকেরই সেই পোস্ট অফিস আর তার বাইরের দেওয়ালে ঝোলানো ডাকবাক্স । পোস্ট অফিসে আমরা যারা যাই তাদের কাছে এই চিত্রটি নতুন কিছু নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্রটি আজ কিছুটা পাল্টে যাচ্ছে। পোস্ট অফিসে গেলে আজও হয়তো আমাদের নজরে আসে সেই ডাকবাক্স। কিন্তু আজ যেন তা ক্রমশঃ গুরুত্বহীন ও শ্রীহীন হয়ে পড়েছে। জীর্ণ সেই ডাকবাক্স দেখলে মনে হয় সে যেন শুধুই এক ঐতিহ্যের বাহক হয়ে দাঁড়িয়ে আছে।
সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আজ যেন অবহেলার শিকার হচ্ছে সেই ডাকবাক্স গুলো। আজ গতিশীলতার যুগে পৌঁছে মানুষ চায় প্রতিটি কাজ যেন দ্রুততার সঙ্গে হোক। তার ফলে মানুষ বিভিন্ন সোস্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে ইলেক্ট্রনিক মেইলের দ্বারস্থ হয়েছে। এতে যেমন সময়ের সাশ্রয় হবে অন্যদিকে প্রয়োজনীয় কাজটি সম্পূর্ণ হবে দ্রুততায়।পাশাপাশি স্থানীয় এক ব্যক্তি স্বদেশ মোদক তিনি জানান, "বিগত দিনে আমরা জানতাম বা দেখতাম আমাদের বাবা-মা দিদি বা কোন আত্মীয় পরিজন রাজ্য বা দেশের বাইরে থাকলে চিঠির সাহায্যে খবরা-খবর নেওয়া হত। এখন বর্তমান দিনে মানুষ আরও অনেক বেশি আধুনিক জগতের মধ্যে প্রবেশ করছে সেই জায়গাতে দাঁড়িয়ে চিঠি আজ অতীত।"
advertisement
advertisement
যার কারণে পোস্ট অফিসে গেলে ডাকবক্সগুলো কেমন যেন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দেখতে পেলে পুরানো সেই দিনের কথা মনে পড়ে যায় কিন্তু মানুষ এখন ইন্টারনেট পরিষেবার মধ্যে দিয়ে ইমেলের সাহায্যে চিঠির কাজ এক নিমিষেই সেরে নিচ্ছে। যার কারণে চিঠি আজ অতীত যুগের সঙ্গে তালমিলিয়ে সবাই এখন আধুনিক জগতের মধ্যে দিয়ে চলছে। আর সেগুলোকে আজ মানুষ নিত্যদিনের সঙ্গী করে তুলেছে। এর ফলে ডাকবাক্সগুলো দিনে দিনে তার প্রয়োজনিয়তা হারিয়ে যাচ্ছে।
advertisement
সুমন সাহা।
Location :
First Published :
September 02, 2022 8:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: ইন্টারনেট আর ইমেইলের দাপটে ক্রমশই শ্রীহীন হচ্ছে লেটারবক্স!