ফের বর্ধমানে সিপিএমের পার্টি অফিসে হামলার অভিযোগ, এবার ঝোলানো হলো তালা

Last Updated:

যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

বর্ধমানে ফের সিপিএম অফিসে হামলা৷
বর্ধমানে ফের সিপিএম অফিসে হামলা৷
#বর্ধমান: বর্ধমান শহরের বড় নীলপুর এলাকার সিপিএম পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। ভাঙচুর করা হয় পার্টি অফিস লাগোয়া শহিদ বেদিতেও। সিপিএমের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই কাজ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
গতকালই দিবানদিঘি মোড়ে সিপিএমের পার্টি অফিস দখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে৷ সিপিএমের লাল ঝান্ডা খুলে সেখানে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোতরের মাঝেই ফের নীলপুরে পার্টি অফিসে তালা ছড়ানোর অভিযোগকে কেন্দ্র করে সরবরণ বর্ধমান।
সিপিএম নেতা অপূর্ব চট্টোপাধ্যায়েরের অভিযোগ, 'গতকাল রাতে এই অফিসে এসে তৃণমূলী দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। তারা শহিদ বেদিতে ভাঙচুর করে এবং পার্টি অফিসের বাইরে থেকে একটি তালা লাগিয়ে দেয়।'
advertisement
advertisement
তিনি বলেন, ৩১ অগাস্ট সিপিএমের আইন অমান্য আন্দোলনে যে লোক জমায়েত হয়েছিল তাতে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। তৃণমূল বিধায়কের হুমকির পরেই তাদের দলের লোকজনরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে।
যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, 'তৃণমূল এর সঙ্গে কোনও ভাবেই জড়িত নয়। সিপিএমের নিজেদের লোকরাই এই ঘটনা ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের উপরে মিথ্যে দোষারোপ করছে। জমায়েত দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আগামী তিন অগাস্ট আমাদেরও জমায়েত আছে। শুধু জমায়েত দেখিয়ে লাভ হবে না  মানুষ কার পাশে আছে সেটা দেখতে হবে। মানুষ আমাদের সঙ্গেই আছে। সুতরাং এই ধরনের ঘটনা ঘটানোর আমাদের কোনও দরকার হয় না।'
advertisement
বুধবার বর্ধমানে সিপিএমের আইন অমান্য কর্মসূচি রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। মিছিল থেকে সরকারি সম্পত্তির ওপর ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। কার্জন গেটে বিশ্ব বাংলার লোগো ভেঙে দেওয়া হয়। হামলা চালানো হয় বিধায়ক সহায়তা কেন্দ্রেও। এই ঘটনার জেরেই সিপিএমের পার্টি অফিস তালা ঝোলানো হয়েছে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের বর্ধমানে সিপিএমের পার্টি অফিসে হামলার অভিযোগ, এবার ঝোলানো হলো তালা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement