এছাড়া আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটাই তারা পালন করবে। আন্দোলনকারীরা জানান, তাদের এই কর্মবিরতির ফলে কোর্টের এসে অনেক মানুষকে ফিরে যেতে হচ্ছে। তাতে তাদের যথেষ্ট খারাপ লাগা রয়েছে। কিন্তু তারা নিরুপায়। তাদের বকেয়া ডিএ মেটানো না হলে, তাদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা।
advertisement
দু-দিন ব্যাপী এই অবস্থান বিক্ষোভের ফলে চরম হয়রানি শিকার হতে হয়েছে সাধারণ মানুষদের। কোর্টের কাজ এক প্রকার প্রায় বন্ধ হয়ে পড়েছিল বিগত এই দু-দিনে। অনেকেই সারাদিন না খেয়ে রোদে, গরমে কোর্ট চত্বরে পড়ে থেকেছে। দিনের শেষে তাদের কোন কাজ না হওয়ায় হওয়ায় হয়রান হয়ে ফিরে যেতে হয়েছে।
আরও পড়ুনঃ Purulia News: ঝালদায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
ডিএ ইস্যুতে সরগরম গোটা রাজ্য। চারি দিকেই দেখা যাচ্ছে কর্মচারীদের ক্ষোভ - বিক্ষোভের চিত্র। পুরুলিয়াতেও তার ব্যতিক্রম হয়ন। এই কর্ম বিরতির ফলে বিপাকে পড়তে হয়েছে সাধারণ নাগরিকদের।
Sarmistha Banerje