Purulia News: ঝালদায় পরপর চুরির ঘটনায়  আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

Last Updated:

ঝালদায় একের পর এক চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেছেন মারুমাসীনা গ্রাম পঞ্চায়েতের প্রধান।

ঝালদায় পরপর চুরির ঘটনায়  আতঙ্কে গ্রামবাসীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন।
ঝালদায় পরপর চুরির ঘটনায়  আতঙ্কে গ্রামবাসীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন।
পুরুলিয়া:ঝালদায় একের পর এক গ্রামে চুরির ঘটনায় ক্ষোভ বাড়ছে পুলিশের উপর সাধারণ মানুষের। মোবাইল দোকান থেকে সাধারণ মানুষের বাড়িতে প্রায় দিনই ঘটছে চুরির ঘটনা। উহুপীড়ি গ্রাম থেকে মারুমসীনা, বানসা, কেন্দুয়াড়ি গ্রামে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে গ্রামবাসীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতারা।
ঝাড়খান্ড সীমান্তে পুরুলিয়ার এইসব গ্রাম থাকার কারণেই অপরাধ করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা পাশের রাজ্য ঝাড়খন্ডে। সম্প্রতি ঝালদাতেই STF গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়ি থেকে উদ্ধার করে ৩৫০ কেজি গাজা,এস টি এফ এর হাতেই গ্রেফতার হয় চার গাঁজা পাচারকারী। ঝাড়খন্ড সীমান্তে রয়েছে তুলিন ফাঁড়ি তবে ফাঁড়ি থাকলেও একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটছে। পুলিশ আরও তৎপর হোক দাবি তলেছেন গ্রামবাসীরা। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাঘমুন্ডির প্রাক্তন বিধায়কতথা জেলা কংগ্রেস সভাপতি তথা জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত।
advertisement
advertisement
advertisement
ঝালদায় একের পর এক চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেছেন মারুমাসীনা গ্রাম পঞ্চায়েতের প্রধান। অন্যদিকে পুলিশকে আরো সক্রিয় হওয়ার আবেদন জানিয়েছে গ্রামবাসীরা । যদিও এ বিষয়ে পুলিশের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঝালদায় সম্প্রতি একের পর এক চুরির ঘটনা কবে বন্ধ হবে সেই দিকেই তাকিয়ে ঝালদার বাসিন্দারা।
Indrajit Mandal
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: ঝালদায় পরপর চুরির ঘটনায়  আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement