আরও পড়ুন: যানজটে নাকাল জয়নগর থেকে বারুইপুরের ২৫ কিলোমিটার রাস্তা
একইসঙ্গে বাঘের গণনা ও ক্যামেরার সামনে বাঘকে আকৃষ্ট করার পদ্ধতি সম্পর্কে বনকর্মীদের জানানহয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও দক্ষিণ ২৪ পরগনা বিভাগীয় বন আধিকারিকের বনাঞ্চলে এই গণনা হবে। প্রথম পর্যায়ে ক্যামেরা বসানোর কাজ হবে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে।
advertisement
আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগনায় চলছে লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব, দেখুন তারই কিছু ঝলক
মোট ৭৩২টি বিশেষ পয়েন্টটি আধুনিক ক্যামেরা গুলি বসানো হবে। ৩৫ দিন ধরে সেন্সর প্রযুক্তিতে তৈরি ক্যামেরা গুলি জঙ্গলে বাঘের ছবি তুলবে। তারপর সেগুলি খুলে নিয়ে আসা হবে। দ্বিতীয় পর্যায়ে ক্যামেরা বসানো হবেই দক্ষিণ ২৪ পরগনা বিভাগীয় বনবাধিকারিকের বনাঞ্চলে। বিগত বাঘশুমারিতে সুন্দরবনের ১০১ টি বাঘের খোঁজ মিলেছিল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এবার সেই আরও বাড়তে পারে বলে অনুমান করছেন বাঘসুমারির সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
নবাব মল্লিক