TRENDING:

Mobile Thief: মোবাইল চুরি করল চোর, তার পর মোবাইল মালিককেই ফোন! এমন কথা বলল, শুনে হাসি থামবে না আপনার...

Last Updated:

Mobile Theft- পুরুলিয়ার ঝালদার স্টেশন রোড সংলগ্ন এক মুদিখানা দোকান থেকে মোবাইল ফোন ও এক পেটি সরষের তেল নিয়ে পালায় এক যুবক। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে টলমল পায়ে এক যুবক তেলের পেটি কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝালদা, পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি : কথায় আছে, এক তো চোরি, উপরসে সিনা জোরি। বাস্তবে এমন কাজই করে দেখাল এক চোর। ‌পুরুলিয়ার ঝালদার স্টেশন রোড সংলগ্ন এক মুদিখানা দোকান থেকে মোবাইল ফোন ও এক পেটি সরষের তেল নিয়ে পালায় এক যুবক। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে টলমল পায়ে এক যুবক তেলের পেটি কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছে।
advertisement

দোকানের মালিক দেখেন, তাঁর মোবাইল ফোনটিও চুরি গিয়েছে। ‌এর পর দোকানের মালিক সুরজিৎ দাসের চুরি যাওয়া মোবাইলে ফোন করলে উল্টো দিক থেকে সেই চোর মোবাইল মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করে।

এর পর ওই ব্যক্তি ঝালদা থানার দ্বারস্থ হন। পুলিশের প্রাথমিক অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে এমন দুঃসাহসিক কর্মকাণ্ড করে বসেছে ওই যুবক। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ তাকে পাকড়াও করে থানায় নিয়ে যায়। ‌উদ্ধার করা হয় চুরি যাওয়া মোবাইল ও অন্যান্য জিনিসপত্র। ‌

advertisement

এই বিষয়ে দোকানের মালিক সুরজিৎ দাস বলেন , তিনি দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন তার দোকানে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে।

View More

ড্রয়ারের মধ্যে থাকা তাঁর মোবাইল ফোনটিও গায়েব হয়ে গিয়েছে। এর পরই তিনি সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখেন। পরে জানতে পারেন, এক চোর তাঁর দোকানে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে। তিনি চুরি যাওয়া মোবাইলে ফোন করলে চোর তার কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করে। এরপরই ঝালদা থানার দারস্ত হয়েছেন তিনি। চোরটিকে আটক করা হয়েছে।

advertisement

আরও পড়ুন- ভিনরাজ্যে যাচ্ছে বাংলার ‘এই’ গ্রামে তৈরি পোশাক! তবু কেন খুশি নন তাঁতিরা? জানুন আসল ঘটনা

দিনে-দুপুরে এভাবে চুরির ঘটনা ঘটায় আতঙ্কের মধ্যে রয়েছে ঝালদা শহরবাসী। ‌ যদিও পুলিশের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ‌ বাড়তি নজরদারিরও ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mobile Thief: মোবাইল চুরি করল চোর, তার পর মোবাইল মালিককেই ফোন! এমন কথা বলল, শুনে হাসি থামবে না আপনার...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল