বাইকটি একটি নির্দিষ্ট জায়গায় আছে বলেও জানানো হয়। সেখান থেকে বাইকটি নিয়ে নিতে বলা হয় শ্যামপদকে। শ্যামপদর দাবি, ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। কিন্তু কোথায় কিভাবে সেই টাকা পৌঁছে দিতে হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।এরপরই কুলতলী থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন শ্যামপদ। কিন্তু দিন দশে কেটে গেলেও এখনো ছেলের খোঁজ মেলেনি বলেই অভিযোগ।
advertisement
পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে, বেশ কিছু বিষয় ভাবাচ্ছে পুলিশকে, বাড়ি থেকে বেরোনোর সময় গামছা ও জামা কাপড় নিয়ে গিয়েছিলেন বিজয়কৃষ্ণ। অপহরণ হলে গামছা ও জামা কাপড় নিয়ে বেরোবেন কেন সেই প্রশ্ন উঠছে পাশাপাশি মুক্তিপণ চেয়ে একবারের বেশি ফোন আসেনি। এই বিষয়টিও ভাবাচ্ছে পুলিশকে। সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
advertisement
অর্পন মন্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2023 7:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: পুরো সিনেমার গল্প যেন! ব্যবসায়ীর ছেলেকে কিডন্যাপ করে দাবি ৫০ লাখের মুক্তিপণ