ধৃত তিন দুষ্কৃতির নাম, শেখ চাদু, শেখ মিলন, ও শেখ মনিরুল। তারা যে ডাকাতির উদ্দেশে বেরিয়েছিল তার প্রমাণ পেয়েছে পুলিশ তাদের থেকে উদ্ধার হওয়া অস্ত্র থেকে। তাদের কাছে উদ্ধার হয় একটি দেশি বন্দুক, দুই রাউন্ড গুলি, একটি ভোজালি। ধৃত তিনজন এর আগেও দুষ্কৃতি মূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। পুলিশের রেকর্ড ডায়েরি থেকে উঠে এসেছে এই তথ্য।
advertisement
পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে পান্ডুয়ার খন্যান পূর্বপাড়া এলাকা থেকে শেখ চাঁদু, শেখ মিলন ও শেখ মনিরুল তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তিনজনেরই বাড়ি পান্ডুয়া এলাকায়। গতকাল রাত্রে পুলিশের টহলরত ভ্যান তিন দুষ্কৃতীকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে ,এরপরে পুলিশের সন্দেহ হওয়ায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ।
রাহী হালদার