TRENDING:

Hooghly News: ফিল্মি কায়দায় হাতেনাতে ধরা পড়ল ৩ দুষ্কৃতি, আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের

Last Updated:

Hooghly News: একেবারে ফিল্মি কায়দায় পুলিশের হাতে ধরা পড়ল দুষ্কৃতি। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় পুলিশ জিজ্ঞাসাবাদ করতে আসলে তাদের ঠেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতিরা। আর সেখানেই হাতেনাতে গ্রেফতার তিন দুষ্কৃতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: একেবারে ফিল্মি কায়দায় পুলিশের হাতে ধরা পড়ল দুষ্কৃতি। খানিকটা ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর এর মতোন। অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে বেরিয়েছিল তিন ব্যক্তির দুষ্কৃতি দল। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় পুলিশ জিজ্ঞাসাবাদ করতে আসলে তাদের ঠেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতিরা। আর সেখানেই হাতেনাতে গ্রেফতার তিন দুষ্কৃতি।
পুলিশের হাতে গ্রেফতার হওয়া তিন দুষ্কৃতী
পুলিশের হাতে গ্রেফতার হওয়া তিন দুষ্কৃতী
advertisement

ধৃত তিন দুষ্কৃতির নাম, শেখ চাদু, শেখ মিলন, ও শেখ মনিরুল। তারা যে ডাকাতির উদ্দেশে বেরিয়েছিল তার প্রমাণ পেয়েছে পুলিশ তাদের থেকে উদ্ধার হওয়া অস্ত্র থেকে। তাদের কাছে উদ্ধার হয় একটি দেশি বন্দুক, দুই রাউন্ড গুলি, একটি ভোজালি। ধৃত তিনজন এর আগেও দুষ্কৃতি মূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। পুলিশের রেকর্ড ডায়েরি থেকে উঠে এসেছে এই তথ্য।

advertisement

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

View More

পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে পান্ডুয়ার খন্যান পূর্বপাড়া এলাকা থেকে শেখ চাঁদু, শেখ মিলন ও শেখ মনিরুল তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তিনজনেরই বাড়ি পান্ডুয়া এলাকায়। গতকাল রাত্রে পুলিশের টহলরত ভ্যান তিন দুষ্কৃতীকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে ,এরপরে পুলিশের সন্দেহ হওয়ায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ফিল্মি কায়দায় হাতেনাতে ধরা পড়ল ৩ দুষ্কৃতি, আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল