TRENDING:

Purulia News : দীর্ঘ অপেক্ষার অবসান , বলরামপুরে গড়ে উঠতে চলেছে দমকল কেন্দ্র!

Last Updated:

খুব শীঘ্রই তৈরি হতে চলেছে বলরামপুর দমকল কেন্দ্র , খুশির হাওয়া বলরামপুরে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি, পুরুলিয়া: অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। ‌বলরামপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল দমকল কেন্দ্রের। ‌সেই দাবি পূরণ হওয়ার পথেই এগোচ্ছে। সম্প্রতি দমকল দফতরের উচ্চ পদস্থ আধিকারিক এবং বলরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরীর উপস্থিতিতে দমকল কেন্দ্র নির্মাণের জন্য একটি জমি চিহ্নিত করা হয়েছে।
advertisement

দমকল দফতর সূত্রে জানা গিয়েছে, ১৮ নম্বর জাতীয় সড়কে জামশেদপুরগামী সড়কের ধারে, বলরামপুর বরাবাজার বাইপাস রোড সংলগ্ন কৃষি বিভাগের এক বিঘা জমিতে গড়ে উঠবে বহু প্রতীক্ষিত দমকল কেন্দ্রটি।

আরও পড়ুন: কো-অপারেটিভ ব্যাংকের নতুন শাখা, প্রথম দিনেই ৮ কোটি টাকার ঋণ বিতরণ

এই কেন্দ্রে থাকবে একটি অফিস ঘর , এক থেকে দুটি অগ্নিনির্বাপক যান, কর্মীদের জন্য থাকবে থাকার ব্যবস্থা। এই কেন্দ্রটি চালু হলে বলরামপুর ছাড়াও বরাবাজার, বাঘমুন্ডি, আড়ষা ব্লক এলাকার বহু মানুষ উপকৃত হবেন।

advertisement

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাদের কপালে সিঁদুর টিকা দিলেন মাতৃশক্তিরা! দেখুন কী কাণ

এ বিষয়ে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতি কুমার বলেন, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই দমকল কেন্দ্রের। ‌এই দমকল কেন্দ্রটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে কোনও সময় আগুন লাগলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার যাবে।‌ এতে দুর্ঘটনা থেকে মানুষ রেহাই পাবে।

advertisement

বলরামপুর শহরে দমকল কেন্দ্রের প্রয়োজনীয়তা অনেকটাই বেশি রয়েছে। তাই দীর্ঘদিন ধরে বলরামপুরের স্থানীয় বাসিন্দারা এই কেন্দ্রের দাবি জানিয়ে এসেছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কারণ এই কেন্দ্রটি চালু হলে অগ্নিকাণ্ডের সময় ক্ষয়ক্ষতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তাইতো এই কেন্দ্র তৈরি হলে অনেকটাই স্বস্তি পাবে বলরামপুরবাসীরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : দীর্ঘ অপেক্ষার অবসান , বলরামপুরে গড়ে উঠতে চলেছে দমকল কেন্দ্র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল