বিশেষ তিথিতে কৌল-তান্ত্রিকরা এসে এখানে নিশিপুজো করেন। আর এই রামপুরহাটে বুঙ্কেশ্বরী তলায় তৈরি হচ্ছ বুঙ্কেশ্বরী মায়ের বিশাল মন্দির। আনুমানিক প্রায় কয়েক কোটি টাকা খরচ করে কেরলের একটি মন্দিরে আদলে তৈরী হচ্ছে এই মন্দির। তথ্য খুঁজে জানা গিয়েছে এতবড় মন্দির রামপুরহাট শহরে আর কোথাও নেই বললেই চলে। আসল যে মন্দির তার পাশে নির্মাণ হচ্ছে নতুন একটি মন্দির। বিশেষ করে রাজস্থান থেকে আমদানি করা উচ্চমানের মার্বেল পাথরের জন্যই খরচ হয়েছে প্রায় ১০ লক্ষ টাকার কাছাকাছি।
advertisement
মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন, মন্দিরের নির্মাণকাজ এগিয়ে চললেও আর্থিক অভাবে পুরোপুরি সম্পূর্ণ করতে সমস্যা হচ্ছে। প্রায় ১০ বছর থেকে মন্দিরটি নির্মাণের কাজ চলছে। উন্নতমানের উপকরণ ব্যবহার করে মন্দিরটিকে আরও সৌন্দর্যমণ্ডিত করার পরিকল্পনা থাকলেও টাকার অভাবে কাজের গতি মন্থর হয়ে পড়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে ভক্ত ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ‘আমাকে নিয়মিত ম্যাসেজ করত…’! কী কথা হত? সূর্যকুমারকে বিস্ফোরক দাবি লাস্যময়ী অভিনেত্রীর
তারা আশা প্রকাশ করেছেন যে, সকলের সহযোগিতায় এই মহৎ কাজ শীঘ্রই সম্পন্ন হবে এবং রামপুরহাট মহকুমায় একটি নতুন ধর্মীয় কেন্দ্র হিসেবে মা বুঙ্কেশ্বরী মন্দির উজ্জ্বল হয়ে উঠবে। এলাকাবাসীদের মতে, মন্দিরটি সম্পূর্ণ হলে এটি শুধু ধর্মীয় স্থানই নয়, পর্যটনের একটি আকর্ষণীয় কেন্দ্রও হয়ে উঠবে। অনেকের কর্মসংস্থান মিলবে এই মন্দিরকে কেন্দ্র করে।





