TRENDING:

Nadia News: স্কুলে সুতির সুতো দিয়ে কাগজের ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা! শিক্ষা দিলেন মাস্টারমশাই

Last Updated:

Nadia- ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় থেকে ঘুড়ি ও সুতো দেওয়া হয়েছে উপহার হিসেবে। তবে সুতোটি অবশ্যই সুতির মাঞ্জা দেওয়া সুতো, নাইলন নয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ উদ্যোগে সুতির সুতোয় কাগজের ঘুড়ি ওড়ানোর। শান্তিপুর সর্বনন্দী পাড়ায় অবস্থিত কানাই বঙ্গ স্মৃতির প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে করা হয় একাধিক সমাজ সচেতনতামূলক কর্মসূচি।
advertisement

এই সময়টাতে শান্তিপুরের আকাশে রংবেরঙের ঘুরি উড়তে দেখা যায়। ছোট কচিকাঁচাদের ঘুড়ি উড়ানোর মধ্যে দিয়েই দেখা মেলে এক অনাবিল আনন্দের। কিন্তু বর্তমানে বাঁধ সেধেছে নাইলন সুতো। সেই জন্য শিক্ষকদের সহযোগিতায় এদিন তারা লক্ষীতলা পাড়ার মাঠে এক ঘুড়ি উড়ানোর আয়োজন করেছেন। ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় থেকে ঘুড়ি ও সুতো দেওয়া হয়েছে উপহার হিসেবে। তবে সুতোটি অবশ্যই সুতির মাঞ্জা দেওয়া সুতো, নাইলন নয়।

advertisement

আরও পড়ুন- আরও কাছে পুরুলিয়া, বাঁকুড়া! হাওড়া থেকে মশাগ্রাম হয়ে চালু নতুন ট্রেন, জানুন পুরো রুট

এ বিষয়ে কানাইনগর স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিম সেন জানান, আমরা স্কুলে ছাত্র-ছাত্রীদের পাঠদানের বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটি করে থাকি। শুধু ঘুড়ি ওড়ানোটা আমাদের উদ্দেশ্য নয়, বর্তমানে আমরা দেখছি আমাদের শৈশবের সেই কাগজের ঘুড়ি, সুতির সুতো সবই হারিয়ে যাচ্ছে। এর পাশাপাশি প্লাস্টিকের ঘুড়ি নাইলং সুতার কারণে আমাদের তথা গোটা জীব কুলের প্রাণ সংশয় হয়ে উঠেছে। বিভিন্ন সময়ে আহত হচ্ছে সকলেই। বাচ্চাদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি আমরা।

advertisement

View More

খুদে পড়ুয়ারাও জানাচ্ছে, কেউ বাড়ির ছাদে বাবা দাদা কাকাদের সঙ্গে ঘুরি ওড়াত, বর্তমানে স্কুলের উদ্যোগে সমস্ত বন্ধুদের নিয়ে খোলা মাঠে ঘুরি উড়াতে পেরে তারা খুশি। অন্যদিকে বড় হয়ে নিজেরাই মাঞ্জা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তারা, তবে তাদের উপলব্ধিতে ইতিমধ্যেই বিভিন্ন পশু পাখি-সহ মানুষের রক্তাক্তের ঘটনা এসেছে। তাই প্রয়োজন হলে এভাবেই সুতির সুতোয় ঘুড়ি উড়াবে তারা,  তাতে নিজেদের ঘুড়ি কেটে গেলেও ক্ষতি নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Mainak Debnath 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: স্কুলে সুতির সুতো দিয়ে কাগজের ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা! শিক্ষা দিলেন মাস্টারমশাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল