ঝাড়গ্রামের ওই এলাকায় জঙ্গল লাগোয়া একটি উই পোকার টিবিতে অজগর সাপ চোখে পড়ে বাসিন্দাদের। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন ধনকামড়ায়। পরে ঘটনার খবর দেওয়া হয় বন দফতরে। অভিযোগ, খবর দেওয়া সত্ত্বেও বন দফতরের কর্মীরা আসতে প্রায় দু’ঘন্টা দেরি করেন। তার পর বন দফতরের কর্মীরা এসে সাপটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেন।
advertisement
আরও পড়ুন: সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি! কান ছিঁড়ে সোনার দুল নিয়ে চম্পট, ভয়াবহ ঘটনা
আরও পড়ুন: কনকনে ঠান্ডায় কাঁপছে বরফাবৃত সান্দাকফু, দার্জিলিং-কালিম্পং ঢেকেছে কুয়াশায়, রইল ছবি
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অজগরটি প্রায় ৭ থেকে ৮ ফুট লম্বা। সাধারণত ওই এলাকায় এই জাতীয় সাপ দেখা যায় না। আর সেই কারণেই এই সাপ উদ্ধার করার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মনে। তবে সাপটির প্রজাতি-সহ বেশকিছু তথ্য জানতে চাইলে বন দফতরের কর্মীরা কোনও কথা বলতে চাননি সংবাদমাধ্যমে। কিন্তু কেন? উত্তর মেলেনি।
রাজু সিং