TRENDING:

এত খরচ করে সিনেমা বানানো হল! রিলিজের আগে এ কী? মন্দারমণিই নাকি 'গেম চেঞ্জার'!  

Last Updated:

স্বর্ণকমল মুখার্জি, খড়গপুরের আইনজীবী, প্রিন্স নামে এক কোরিওগ্রাফারকে দিয়ে 'গেম চেঞ্জার' সিনেমা নির্মাণ করেন। সিনেমাটি মুক্তি না পাওয়ায় প্রিন্সকে মন্দারমনিতে তুলে আনা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
/স্বর্ণকমল মুখার্জি, পেশায় এক আইনজীবী, খড়গপুরের বাসিন্দা। কিছু বছর আগে তিনি শ্রীকান্ত জার, ওরফে প্রিন্স নামে এক ডান্স কোরিওগ্রাফার ও সিনেমাটোগ্রাফারকে দিয়ে একাধিক ডান্স অ্যালবাম এবং একটি সিনেমা নির্মাণের কাজ শুরু করেন। সিনেমাটির নাম ছিল ‘গেম চেঞ্জার’। প্রোডিউসার হিসেবে স্বর্ণকমল মুখার্জি ওই প্রকল্পে প্রায় ২০–২৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন বলে দাবি করেছেন।
News18
News18
advertisement

ডান্স অ্যালবামগুলির শুটিং সম্পূর্ণ হয়ে ইউটিউবে রিলিজ হয়ে গেলেও, ‘গেম চেঞ্জার’ সিনেমাটি আজও মুক্তি পায়নি। প্রায় তিন বছর ধরে স্বর্ণকমল প্রিন্সের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও, তিনি কোনও সদুত্তর দেননি বলেই অভিযোগ।

পদত্যাগেও এলাহি জীবন! জগদীপ ধনখড়ের নতুন ঠিকানাই এখন বড় চমক! বাংলো যাপন কতদিন, কী সুবিধা পাবেন ধনখড়? অবিশ্বাস্য!

advertisement

বর্ষায় ঘরে ঢুকে পড়ছে সাপ? এই ৪ ঘরোয়া জিনিসেই মোক্ষম কাজ দেবে, লেজ তুলে পালাবে সাপ! বলছেন সাপ বিশেষজ্ঞ!

সম্প্রতি, স্বর্ণকমল জানতে পারেন যে প্রিন্স মান্দারমনিতে কোনও শুটিংয়ে রয়েছেন। এরপরই তিনি খড়গপুরের তালবাগিচার কয়েকজন যুবককে নিয়ে একটি প্রাইভেট গাড়িতে মন্দারমনির উদ্দেশ্যে রওনা দেন। অভিযোগ, সেখান থেকে প্রিন্সকে মুখে গেঞ্জি চাপিয়ে জোর করে তুলে আনা হয় এবং খড়গপুরে গাড়িটিকে নিয়ে আসা হয়।

advertisement

গাড়ির মালিক ও ড্রাইভারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পরে গাড়িটি ফেলে রেখে ড্রাইভার পালিয়ে যান বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ কয়েকজন যুবককে ওই গাড়ি থেকে পালাতে দেখা যায়, তখনই স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে খড়গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে এবং থানায় নিয়ে আসে। পরে প্রিন্স নিজেই হেঁটে হেঁটে হিজলি ফাঁড়িতে গিয়ে পুরো ঘটনা পুলিশকে জানান।

advertisement

হিজলি ফাঁড়ির পুলিশ এরপর মন্দারমনি থানাকে বিষয়টি জানালে, মন্দারমনির পুলিশ এসে প্রিন্সকে নিজেদের হেফাজতে নেয় এবং তদন্তের জন্য মান্দারমনির উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত স্বর্ণকমল মুখার্জি বা অভিযুক্ত অন্যদের বিরুদ্ধে কোনও গ্রেফতারির খবর নেই।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শঙ্কর রাই

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এত খরচ করে সিনেমা বানানো হল! রিলিজের আগে এ কী? মন্দারমণিই নাকি 'গেম চেঞ্জার'!  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল