TRENDING:

Purulia News : দুলমি সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোয় দিচ্ছে অভিনব বার্তা, কী থিম রয়েছে এবার জানেন!

Last Updated:

Purulia Durga Puja- দেবীদুর্গার আরাধনায় মেতে উঠেছে গোটা বঙ্গ। চারিদিকে উৎসবের মেজাজ। পুরুলিয়ার সার্বজনীন দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম দুলমি সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : দেবীদুর্গার আরাধনায় মেতে উঠেছে গোটা বঙ্গ। চারিদিকে উৎসবের মেজাজ। পুরুলিয়ার সার্বজনীন দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম দুলমি সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো। প্রতিবছরই তারা তাদের পুজোর মধ্যে অভিনবত্ব তুলে ধরেন। ‌আর এ বছর তাদের পুজোর মধ্যে রয়েছে এক অন্যরকম বার্তা।
advertisement

এবছর দুলিমি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় থিম অপারেশন সিঁদুর। ৮৭ তম বর্ষে পদার্পণ করেছে এবছর তাদের পুজো। এই থিমের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে পহেলগাঁও হত্যাকাণ্ডের মুহূর্তগুলি একইসঙ্গে তুলে ধরা হয়েছে এই হত্যালীলার প্রতিবাদ স্বরূপ অপরেশন সিঁদুরের দৃশ্য। বহু মানুষের মানুষের ঢল নামছে এই পুজো মণ্ডপে।

এই বিষয়ে কমিটির সম্পাদক দিপু সরকার বলেন , মেয়েদের সম্মান শাখা সিঁদুরের মধ্যে দিয়েই।‌ সেই শাঁখা সিদুরের অপমান করে যে-ভাবে আতংবাদীরা পেহেলগাও হামলা করেছিল। তার যোগ্য জবাব ছিল অপারেশন সিঁদুর। মেয়েদের শাঁখা সিঁদুরের ওপর আঁচ পড়লে এই ভাবেই যোগ্য জবাব দেওয়া উচিত সেই বার্তা পৌঁছে দিতেই এই থিম করা হয়েছে।

advertisement

এই বিষয়ে মন্ডপে আসা এক দর্শনার্থী স্বপন সাঁতরা বলেন, তিনি প্রতিবছর এই পুজো মন্ডপে পুজো দেখতে আসেন। খুব সুন্দর পরিবেশনা থাকে এই কমিটির। এবছর একেবারে অভিনব ভাবনা নিয়ে এই পুজো মণ্ডপ সেজে উঠেছে। দুর্দান্ত থিম তুলে ধরা হয়েছে। তার খুবই ভালো লাগছে এই পুজো দেখে।

View More

আরও পড়ুন- দিঘা ভ্রমণে এবার বাড়তি স্বস্তি! ভিড় আর যানজট নিয়ে চিন্তা শেষ! পর্যটকদের স্বার্থে বিরাট

advertisement

উৎসবের আনন্দে মেতে উঠেছে আট থেকে আশি। চারিদিকেই রকমারি আলোর বাহার মানুষের ঢল। শহর থেকে গ্রাম সর্বত্র একই চেহারা। শহরের অন্যান্য পুজো গুলির মধ্যে মানুষের মনে অনেকটাই দাগ কেটেছে দুলমি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : দুলমি সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোয় দিচ্ছে অভিনব বার্তা, কী থিম রয়েছে এবার জানেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল