Digha News: দিঘা ভ্রমণে এবার বাড়তি স্বস্তি! ভিড় আর যানজট নিয়ে চিন্তা শেষ! পর্যটকদের স্বার্থে বিরাট আয়োজন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
দুর্গা পুজোয় পর্যটকদের নিরাপত্তা বাড়াতে পূর্ব মেদিনীপুর ট্রাফিক পুলিশ দীঘার জগন্নাথ মন্দিরের কাছে দুটি নতুন পুলিশ কিয়স্ক বুথ চালু করেছে। এতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য মিলবে।
পুজোয় দিঘা ভ্রমণে আসা পর্যটকদের জন্য এবার থাকছে বাড়তি চমক। সমুদ্রতটের মনোরম পরিবেশের সঙ্গে সঙ্গে এবার নিরাপত্তার পরিবেশও হয়ে উঠছে আরও স্বস্তিদায়ক। অনেকেই ভাবছিলেন, পুজোয় দিঘার ভিড় সামলানো কি সহজ হবে? ঠিক সেই প্রশ্নের উত্তর দিতেই বিশেষ উদ্যোগ নিল জেলা ট্রাফিক পুলিশ। এবার পুজোর ছুটিতে আপনার দিঘা ভ্রমন হয়ে উঠবে আরও নিরাপদ । (তথ্য ও ছবি: মদন মাইতি)
advertisement
প্রতি বছর পুজোর ছুটিতে কয়েক লক্ষ পর্যটক ভিড় জমায় দিঘায়। সেই ভিড়ের চাপে একদিকে যেমন রাস্তায় যানজট তৈরি হয়, অন্যদিকে নিরাপত্তার দিক থেকেও তৈরি হয় সমস্যা। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্যার সমাধান খুঁজতেই এ বছর নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। ফলে পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বড় স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
advertisement
শনিবার দিঘায় আনুষ্ঠানিকভাবে চালু হলো দুটি নতুন পুলিশ কিয়স্ক বুথ। পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক পুলিশের এসপি শ্যামল মণ্ডল নিজে উপস্থিত থেকে উদ্বোধন করেন এই কিয়স্ক বুথের। তিনি জানিয়েছেন, দিঘার গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত এলাকায় জগন্নাথ মন্দিরের দু দিকে স্থায়ীভাবে বসানো হয়েছে এই বুথ। এতে পর্যটকরা যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশের সাহায্য পাবেন। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণও আরও সহজ হয়ে উঠবে।
advertisement
advertisement
advertisement