TRENDING:

Durga Puja 2025: তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গা! আশায় বুক বাঁধছেন নদিয়াবাসীরা

Last Updated:

গ্রামবাসী থেকে পুজো উদ্যোক্তারা সকলেই এই পুজো এ বছর যাতে জনপ্রিয়তা পায় সেই লক্ষ্যে এগোচ্ছেন। জোর কদমে চলছে প্রস্তুতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: মাটি থেকে একটু একটু করে উঠে দাঁড়াচ্ছে কামালপুরের বড় দুর্গা! শিল্পীদের পরিশ্রম আর এলাকাবাসীর বুকভরা আকাঙ্ক্ষার অবসান হতে চলেছে অবশেষে। নদিয়ার  রানাঘাটের কামালপুর অভিযান সংঘ এই বছর ৫৫ বছরে পদার্পণ করছে। তাঁরা বানাচ্ছেন বিশ্বের অন্যতম সর্ববৃহৎ দুর্গা। ইতিমধ্যে হয়ে গিয়েছে চক্ষুদানও। আবহাওয়ার এই তারতম্যের মধ্যেই মা দুর্গার চক্ষু দান হলেও আসল যে মা দুর্গার পুজো হবে তার চক্ষু দান হবে মহালয়াতে।
advertisement

পাশাপশি মা দুর্গা যেখানে বসানো হবে সেখানে লোহার বিম দিয়ে তৈরি হচ্ছে দেবী দূর্গার কাঠামো। গ্রামবাসী থেকে পুজো উদ্যোক্তারা সকলেই এই পুজো এই বছর যাতে জনপ্রিয়তা পায় সেই লক্ষ্যে এগোচ্ছেন। জোর কদমে চলছে প্রস্তুতি। কামালপুরের অভিযান সংঘ পুজো কমিটি তাদের সদস্য ও সদস্যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দর্শনার্থীদের মন জয় করার।

advertisement

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এই বছর বড় দুর্গা পুজো অনুষ্ঠিত হচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সেই সঙ্গে বড় ফেস্টুন লাগিয়ে রাখা হয়েছে। পুজো দেখতে দর্শনার্থীদের যাতে সমস্যা না হয় তার জন্য তৈরি করা হয়েছে যেমন চওড়া রাস্তা তেমনই পুজো দেখার জন্য দর্শনার্থীদের জন্য নানা পরিকল্পনা করা হয়েছে। এর মাঝেই বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ালেও তার মধ্যে প্রতিমা তৈরি করে গেছেন নানা বাঁধার মধ্যে দিয়ে।

advertisement

আরও পড়ুন: মাত্র ১৫ বছরেই ১৫ বাদ্যযন্ত্রে পারদর্শী…! অনুস্মিতার ‘টার্গেট’ এখন গিনেস বুক অব রেকর্ডস

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

উল্লেখ্য গতবছর নদিয়ার কামালপুরে বন্ধ হয়েছিল কামালপুরের বড় দুর্গা, আর এই নিয়ে অভিনব প্রতিবাদ করা হয়েছিল। সমস্ত দায় নিয়ে ছোট থেকে বয়স্ক গ্রামের বেশ কয়েকজন পুরুষ মাথা ন্যাড়া করে দুর্গা মায়ের কাছে করে ছিলেন প্রায়শ্চিত্ত। তবে এ বছর আবার নানা বাঁধা বিঘ্ন কাটিয়ে, আইনি সাহায্য নিয়ে, সরকার ও প্রশাসনের সহযোগিতাতেই বড় দুর্গা তৈরি করে চমক দিতে চলেছেন। পুজো উদ্যোক্তারা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন যাতে মহালয়ার দিন বড় দেবী দুর্গার কাজ সম্পূর্ন হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গা! আশায় বুক বাঁধছেন নদিয়াবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল