গত কিছুদিন ধরেই বারবার তেতে উঠেছে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা। কখনও মালদহ তো কখনও কোচবিহার সীমান্ত অশান্ত হয়ে উঠছে। সেই নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- শীত কি আদৌ থাকবে বাংলায়? ২৪ ঘণ্টায় আরও কতটা চড়বে পারদ? আবহাওয়ার লেটেস্ট আপডেট
মুর্শিদাবাদ জেলাতে একাধিক ব্লক সীমান্তবর্তী এলাকা হিসেবেই পরিচিত। বেশ কিছু দিন ধরেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় সীমান্তের কাঁটাতার অতিক্রম করে ভারতে প্রবেশ করতে দেখা যায় অনেককেই। যাদের পাকড়াও করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
advertisement
এবার লালবাগে মুখ্যমন্ত্রী এসে সোজাসুজি বলেন, মুর্শিদাবাদ জেলাতে অনেক ওপার বাংলার বর্ডার আছে। বর্ডারে বিএসএফ দেখুক। আমাদের ওপরে কোনও অত্যাচার হলে তা আমরা দেখব। কোনও প্ররোচনায় পা দিয়ে ওপারে কেউ যাবেন না। বর্ডারে বিএসএফ অধীনে। বিএসএফ- দায়িত্ব নিক যাতে কোনও রকম গন্ডগোল না হয়। শান্তি শৃঙ্খলা বজায় থাকুক।
আরও পড়ুন- শীত কি আদৌ থাকবে বাংলায়? ২৪ ঘণ্টায় আরও কতটা চড়বে পারদ? আবহাওয়ার লেটেস্ট আপডেট
সম্প্রতি জলঙ্গীতে বিজিবি ছাউনি তৈরি করেছে। ফলে উৎকণ্ঠায় আছেন সীমান্তের চাষীরা। কারণ বিজিবি নতুন করে সেনা ছাউনি তৈরি করার কারণে অশান্তি হতে পারে। যদিও বিএসএফ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালাচ্ছে।
কৌশিক অধিকারী