IMD South Bengal Weather Alert: শীত কি আদৌ থাকবে বাংলায়? ২৪ ঘণ্টায় আরও কতটা চড়বে পারদ? আবহাওয়ার লেটেস্ট আপডেট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
IMD South Bengal Weather Alert: আবহাওয়ার চরম খেলায় এবার শীতের ঘরে পুরোপুরি তালা! এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। আবারও পশ্চিমে ঝঞ্ঝায় আটকে পড়ল শীত!
*জানুয়ারির তৃতীয় সপ্তাহের শুরু থেকেই আবহাওয়া বদল। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আর শীতের ইনিংস না। এবার পুরোপুরি শীতের ঘরে তালা এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর হাওয়া অফিস দাঁড়িয়েছে পশ্চিমে ঝঞ্ঝার কারণে প্রতিদিনই বাড়বে তাপমাত্রা। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট থাকবে। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
advertisement
advertisement
*পশ্চিমী ঝঞ্ঝায় দক্ষিণবঙ্গে কার্যত শীতের ইতি। আগামী কয়েক দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। বিশেষ করে মালদহ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারের মধ্যে। পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে হালকা কুয়াশার প্রভাব থাকবে। ফাইল ছবি।
advertisement
*উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত।দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার থেকেই তাপমাত্রা বাড়বে, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকেই কিছুটা বৃদ্ধি পাবে। নতুন করে শীতের ইনিংস আর না। বরং ধীরে ধীরে তাপমাত্রার পারদ বাড়বে। ফলে বলাই চলে শেষ শীতের ইনিংস জানুয়ারির তৃতীয় সপ্তাহ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হল। ফাইল ছবি।
advertisement
*জমিয়ে ঠান্ডা না পড়লেও হালকা শীতের আমেজ বজায় থাকবে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলার পাশাপাশি অন্যান্য জেলায়।দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ সর্বত্রই সামান্য বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। সকালের দিকে ঘন কুয়াশার প্রভাব। তারপর মেঘমুক্ত পরিষ্কার আকাশ। রোদের তাপে বাড়ছে দিনের তাপমাত্রা। ফাইল ছবি।
advertisement