জাঁকজমকের সঙ্গে প্রতিবছরই কালীপুজো উদযাপিত হয় এই মন্দিরে। এ বছরও কালীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে এই মন্দিরের পুজারি গোপাল দেব গোপ বলেন, আগে এই মন্দির খড়ের ছাউনিতে ছিল মাটির মূর্তি ছিল। পরবর্তীতে ভক্তদের উদ্যোগে এই মন্দিরের ভোলবদল হয়। বহু ভক্তের সমাগম হয় কালীপুজোকে কেন্দ্র করে।
advertisement
এ বিষয়ে মন্দির পরিচালনা কমিটির সদস্য শঙ্কর চক্রবর্তী বলেন, মানুষের আবেগের সঙ্গে মিশে রয়েছে এই বামা কালীর মন্দির। বহু বছর আগে মন্দির সংস্কার করা হয়েছিল। আগামী দিনে এই মন্দিরকে আরও নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে তাদের।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই পার্বণের অন্যতম উৎসব হলো দীপাবলি ও কালীপুজো। তাই উমা বিদায় বেলা থেকেই শ্যামার আগমনের প্রস্তুতি শুরু হয়ে যায় গোটা বঙ্গে। জেলা পুরুলিয়ার মানবাজারের শতাব্দী প্রাচীন এই শ্মশান কালী মন্দির আজও ঐতিহ্য ধরে রেখেছে।