কান্দি থানার অন্তর্গত মহালন্দীর চাঁদপুর এলাকার বাসিন্দা আল্লারাখা সেখ। ১৬টি উট এনে হাজির হন হঠাৎই মহালন্দী এলাকায়। রাজস্থান থেকে নবাবের জেলায় উট নিয়ে এসে সেটা চড়াদামে বিক্রির উদ্দেশ্যে ছিল। আর তখন পুলিশ খবর পায়। গত ২০ নভেম্বর রাতে পুলিশ খবর পেয়ে আল্লারাখা সেখকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ১৮৮, ৩৭৯, ৪১১, ৩৪ আইপিসি ও ১১(১) প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস ধারায় মামলা রুজু করে ২১ নভেম্বর দুপুরে কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়। ২১ নভেম্বর পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিলেও পরে জামিনে মুক্তি দেয় কান্দি আদালত।
advertisement
আরও পড়ুন: কথা অসম্পূর্ণ রয়ে গেল… অনুপমের নতুন পোস্টে বিরহের ছাপ, পিয়ার কথা মনে করে চোখে জল ভক্তদের
অবশেষে রাজ্যে প্রাণী সম্পদ দফতরের উদ্যোগে রাজস্থানে পাঠানো হল এই ১৬টি উটকে। ARD (অ্যানিমাল রির্সোস ডেভেলপমেন্ট) দফতরের উদ্যোগে রাজস্থানের উদ্দেশ্যে এই উট পাঠানো হয়। গত কয়েক দিন ধরেই বহরমপুরে রাখা ছিল উটগুলিকে। খাবার-সহ বিভিন্ন রকম অসুবিধা হচ্ছিল ১৬টি উটের। অবশেষে নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া হল ১৬টি উটকে। রাজস্থানের জয়পুরের জোটওয়ারা বাসুদেবপুরে ‘ধ্যান যোগ গাউ সেবা সোসাইটি’ তে পাঠানো হল রাজ্যে সরকারের উদ্যোগে এই ১৬টি উটকে।
ARD দফতর সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলা শাসক কার্যালয়ের অফিস থেকে এই গাড়ি ভাড়া করা হয়েছে। লক্ষাধিক টাকা রাজ্য সরকারের বরাদ্দ করে চারটি লরিতে করে পাঠানো হল উটগুলিকে। দু’জন পুলিশ কর্মী, দু’জন পশু পালক আধিকারিক ও উট পালক কর্মীদের সঙ্গে পাঠানো হয়েছে ১৬টি উটকে। রঘুনাথগঞ্জের ওমরপুরে উটগুলিকে চিকিৎসা করার পরেই লক্ষাধিক টাকা খরচ করে এই উটগুলি পাঠানো হল ১৫০০ কিলোমিটার দূরে রাজস্থানে।
কৌশিক অধিকারী