গত ১৪ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন ঝাড়গ্রাম থানার পুকুরিয়া এলাকার যুবক সুরোজ কোটাল। তাঁর পরিবারের পক্ষ থেকে এ নিয়ে ঝাড়গ্রাম থানায় নিখোঁজ ডায়েরিও দায়ের করা হয়েছিল। সেই নিখোঁজ যুবকের খোঁজে তদন্তে নেমে প্রথমে পুলিশ এক ব্যক্তির সন্ধান পায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য৷ তাজ্জব হয়ে যায় পুলিশ। ওই ব্যক্তিই সন্ধান দেয় নিখোঁজ সুরজের মৃতদেহের।
advertisement
তারপরে রবিবার সন্ধ্যায় শিমূলডাঙার জঙ্গলে অভিযান চালায় ঝাড়গ্রাম থানার পুলিশ৷ তখনই ভিতরে মাটি খুঁড়ে নিখোঁজ হওয়ার ১৪ দিন উদ্ধার হয় সরোজের পচাগলা মৃতদেহ৷ সেই দেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সরোজের সঙ্গে একটি মেয়ের প্রেম ঘটিত সম্পর্ক ছিল৷ সূত্রের খবর, সেই বিষয়টিকে কেন্দ্র করেই কিছু দিন আগে সুরজের সঙ্গে মারামারি হয়েছিল এক দলের। এলাকাবাসীর একাংশ মনে করছেন, ওই ঘটনা থেকেই এই যুবককে খুন করা হয়েছে।
রাজু সিং