TRENDING:

Jhargram News: প্রেমের সম্পর্কের এমন পরিণতি! ঝাড়গ্রামে যুবকের দেহ কী অবস্থায় উদ্ধার হল জানেন?

Last Updated:

নিখোঁজ ব্যক্তির খোঁজে তদন্তে নেমে ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতারের পর সেই নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে কোন প্রেমের টানাপোড়েনের জেরে এই ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: নিখোঁজ যুবকের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য৷ জঙ্গলের ভিতরে মাটি খুঁড়ে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ৷ ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামের পুকুরিয়া এলাকায়। কিন্তু, কে বা কারা করল এই খুন? খুনের পিছনে মোটিভই বা কী? চলছে তদন্ত৷
advertisement

গত ১৪ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন ঝাড়গ্রাম থানার পুকুরিয়া এলাকার যুবক সুরোজ কোটাল। তাঁর পরিবারের পক্ষ থেকে এ নিয়ে ঝাড়গ্রাম থানায় নিখোঁজ ডায়েরিও দায়ের করা হয়েছিল। সেই নিখোঁজ যুবকের খোঁজে তদন্তে নেমে প্রথমে পুলিশ এক ব্যক্তির সন্ধান পায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য৷ তাজ্জব হয়ে যায় পুলিশ। ওই ব্যক্তিই সন্ধান দেয় নিখোঁজ সুরজের মৃতদেহের।

advertisement

আরও পড়ুন: বাড়ির তুলসীমঞ্চে মাথা ঠেকিয়ে রাজবংশী বৃদ্ধাকে পায়ে হাত দিয়ে প্রণাম, হেমতাবাদে অভিষেকের জনসংযোগ

তারপরে রবিবার সন্ধ্যায় শিমূলডাঙার জঙ্গলে অভিযান চালায় ঝাড়গ্রাম থানার পুলিশ৷ তখনই ভিতরে মাটি খুঁড়ে নিখোঁজ হওয়ার ১৪ দিন উদ্ধার হয় সরোজের পচাগলা মৃতদেহ৷ সেই দেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

View More

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সরোজের সঙ্গে একটি মেয়ের প্রেম ঘটিত সম্পর্ক ছিল৷ সূত্রের খবর, সেই বিষয়টিকে কেন্দ্র করেই কিছু দিন আগে সুরজের সঙ্গে মারামারি হয়েছিল এক দলের। এলাকাবাসীর একাংশ মনে করছেন, ওই ঘটনা থেকেই এই যুবককে খুন করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

রাজু সিং

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: প্রেমের সম্পর্কের এমন পরিণতি! ঝাড়গ্রামে যুবকের দেহ কী অবস্থায় উদ্ধার হল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল