হোম » ছবি » কলকাতা » হেমতাবাদে অভিষেক! রাজবংশী বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম, খেলেন চা-ঝুরিভাজাও

Abhishek Banerjee: বাড়ির তুলসীমঞ্চে মাথা ঠেকিয়ে রাজবংশী বৃদ্ধাকে পায়ে হাত দিয়ে প্রণাম, হেমতাবাদে অভিষেকের জনসংযোগ

  • 15

    Abhishek Banerjee: বাড়ির তুলসীমঞ্চে মাথা ঠেকিয়ে রাজবংশী বৃদ্ধাকে পায়ে হাত দিয়ে প্রণাম, হেমতাবাদে অভিষেকের জনসংযোগ

    পঞ্চায়েত নির্বাচনের আগে ২ মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় জনসংযোগ যাত্রা করার কর্মসূচি নিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২ মাস কলকাতার বাইরেই থাকবেন তিনি৷ সোমবার সেই কর্মসূচির অঙ্গ হিসাবেই উত্তর দিনাজপুরে পৌঁছে গিয়েছিলেন অভিষেক৷

    MORE
    GALLERIES

  • 25

    Abhishek Banerjee: বাড়ির তুলসীমঞ্চে মাথা ঠেকিয়ে রাজবংশী বৃদ্ধাকে পায়ে হাত দিয়ে প্রণাম, হেমতাবাদে অভিষেকের জনসংযোগ

    সোমবার তিনি হেমতাবাদে কালু বর্মণের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রাজবংশী পরিবারের প্রত্যেক সদস্যদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেন। ছাপোষা এই মধ্যবিত্ত পরিবারের মাটির বাড়ির নিকানো উঠোনে বসে চা-বিস্কুট খান অভিষেক। বর্মণ বাড়িতে ছিল মন্দিরও৷

    MORE
    GALLERIES

  • 35

    Abhishek Banerjee: বাড়ির তুলসীমঞ্চে মাথা ঠেকিয়ে রাজবংশী বৃদ্ধাকে পায়ে হাত দিয়ে প্রণাম, হেমতাবাদে অভিষেকের জনসংযোগ

    বাড়িতে ঢুকেই তুলসীতলায় প্রণাম করেন অভিষেক৷ তারপর একে একে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। কালু বাবুর মা নির্মলা বর্মণের পায়ে হাত দিয়ে প্রণাম করেন৷ এদিন কালু বর্মণের বাড়িতে মাটির ভাঁড়ে চা খান অভিষেক৷ সঙ্গে মাটির থালায় রাখা ছিল কাজু, কিসমিশ, বাদাম, ঝুরিভাজা৷

    MORE
    GALLERIES

  • 45

    Abhishek Banerjee: বাড়ির তুলসীমঞ্চে মাথা ঠেকিয়ে রাজবংশী বৃদ্ধাকে পায়ে হাত দিয়ে প্রণাম, হেমতাবাদে অভিষেকের জনসংযোগ

    গ্রামের রাস্তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুযোগ প্রকাশ করেন বর্মণ পরিবারের সদস্যেরা। সেই রাস্তা সরেজমিনে দেখে এসে অভিষেক আশ্বাস দেন, খুব দ্রুতই এই রাস্তার কাজ শেষ হবে৷ এর পাশাপাশি এদিন তিনি এলাকার সামাজিক অবস্থা নিয়েও খোঁজ নেন। খবর নেন ধান চাষের৷ একই সাথে বাঁশের ব্যারিকেড টপকে কথা বলেন মানুষের সাথে।

    MORE
    GALLERIES

  • 55

    Abhishek Banerjee: বাড়ির তুলসীমঞ্চে মাথা ঠেকিয়ে রাজবংশী বৃদ্ধাকে পায়ে হাত দিয়ে প্রণাম, হেমতাবাদে অভিষেকের জনসংযোগ

    পশ্চিমবঙ্গে অত্যাচারিত হচ্ছেন রাজবংশীরা৷ বারবার এমন অভিযোগ তুলছে বঙ্গ বিজেপি৷ এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে রাজবংশী সম্প্রদায়ের একজনের বাড়িতে এভাবে অভিষেকের যাওয়া, রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফাইল চিত্র

    MORE
    GALLERIES