গ্রামের রাস্তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুযোগ প্রকাশ করেন বর্মণ পরিবারের সদস্যেরা। সেই রাস্তা সরেজমিনে দেখে এসে অভিষেক আশ্বাস দেন, খুব দ্রুতই এই রাস্তার কাজ শেষ হবে৷ এর পাশাপাশি এদিন তিনি এলাকার সামাজিক অবস্থা নিয়েও খোঁজ নেন। খবর নেন ধান চাষের৷ একই সাথে বাঁশের ব্যারিকেড টপকে কথা বলেন মানুষের সাথে।