সকালে ভাটা চলার সময় গ্রামের যুবকরা দেখেন একটি বিশাল আকৃতির কচ্ছপের দেহ। খবর ছড়াছড়ি হতেই মানুষের ভিড়। সাধারণত সামুদ্রিক কচ্ছপ কম দেখা মেলে, তার উপর আকারে অনেকটা বড় এই কচ্ছপটি। কচ্ছপটি দেখার পর, এলাকার পরিবেশ প্রেমী রাজু কোটাল খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিককে।
আরও পড়ুনঃ তারাপীঠে পুজো দিতে যাবেন ভাবছেন! হোটেল ভাড়া নিয়ে বিশাল আপডেট, না জানলেই আপনার মিস
advertisement
কিছুক্ষণের মধ্যেই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না, ইমন ধাড়া ঘটনাস্থলে পৌঁছন। তারা দেহটি পর্যবেক্ষণ করে দেখেন কোনও আঘাতের চিহ্ন নেই। কয়েকদিন আগে কচ্ছপ টির মৃত্যু হয়েছে বলেই মনে করছেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই বন বিভাগের কর্মীরা পৌঁছায় কচ্ছপটির দেহ উদ্ধার করে নিয়ে যান ময়না তদন্তের জন্য।
আরও পড়ুনঃ লেবুর রস শরীরের জন্য ‘অমৃত’! হুড়মুড়িয়ে কমায় কোলেস্টেরল, ওজন! কিন্তু ভুলেও ছোঁবেন না কারা? জানুন
বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক বলেন, “এই ধরনের সামুদ্রিক কচ্ছপ হাওড়া জেলায় দেখা যায় না। মাঝে মাঝে পথ ভুলে এই নদীতে চলে আসে। কয়েক মাস আগে এই এলাকাতেই আমরা প্রায় ৪০ কেজির একটি অলিভ রিডলে কচ্ছপ উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় পুণরায় সমুদ্রে ফিরিয়ে দিই। কিন্তু এই কচ্ছপের প্রকৃত মৃত্যুর কারন ময়না তদন্তের পর জানা যাবে।”
রাকেশ মাইতি