প্রতিবারই কালনার ধাত্রীগ্রামের মালতীপুর ঘাটে মহালয়ার ভোর থেকে অগণিত মানুষের সমাগম হয়। দূরদূরান্ত থেকে অনেকেই তর্পণ করার জন্য এখানে আসেন। ভোর থেকে দুপুর পর্যন্ত তর্পণ চলে। কিন্তু এবার গঙ্গার এই এলাকায় দেখা দিয়েছে কুমিরের আতঙ্ক। একটি কুমির বেশ কিছুদিন ধরেই এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে খবর। তাই সতর্কতামূলক নানা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন ও বন দফতরর। বাঁশের ব্যারিকেড দিয়ে জাল দিয়ে গঙ্গার কিছুটা অংশ ঘিরে ফেলা হয়েছে। তার ভিতরেই চলে মহালয়ার পুণ্যস্নান। নজরদারির জন্য রাখা হয়েছিল স্পিড বোট।
advertisement
এদিন সকালেই সেই স্পিড বোটে উঠে পড়েন কালনার বাসিন্দা তথা রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। কখনও মালতিপুর ঘাট আবার কখনও ইটভাটা ঘাটে গিয়ে তিনি সতর্ক নজর রাখেন। স্পিড বোট থেকেই বেশি জলে না নামার জন্য তিনি আবেদন জানাতে থাকেন।পরে পুণ্যার্থীদের সঙ্গে তর্পণও করেন তিনি।
আরও পড়ুন: বালুরঘাট পারেনি, পারল মালদহ! মিঠুনকে ঘিরে বেনজির সৌজন্যের ছবি হোটেলে
আরও পড়ুন: চাকরি দিতে বিরাট অঙ্কের টাকার খেলা হয়েছে! ইডি-র নজরে ৩ নিয়োগকর্তা শান্তিপ্রসাদ-অশোক-সুবীরেশ
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "প্রতিবারই আমি এই ধাত্রীগ্রাম ঘাটে আসি। নিরাপদে যাতে তর্পণ সম্পূর্ণ হয় তা দেখতেই মূলত আসা। এবার আবার কুমিরের একটা আতঙ্ক আছে। তাই কেউ যাতে গভীর জলে গিয়ে বিপদে না পড়েন সেই জন্যই সকলকে সতর্ক করছিলাম। তবে বন দফতর বা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা মূলক নানান ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিভিশনাল ফরেস্ট অফিসার, রেঞ্জ অফিসাররা গতকাল থেকেই এখানে রয়েছেন৷ বন দফতরের পক্ষ থেকে জল বোমা ফাটানো হচ্ছে, যাতে কুমিটি ওই এলাকা থেকে দূরে থাকে।" বেশ কিছু সময় স্পিডবোটে কাটানোর পর মন্ত্রী স্বপন দেবনাথ মালতিপুর ঘাটে অন্যান্যদের সঙ্গে তর্পণ করেন।