EXCLUSIVE: বালুরঘাট পারেনি, পারল মালদহ! মিঠুনকে ঘিরে বেনজির সৌজন্যের ছবি হোটেলে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
মালদহের যে হোটেলে মিঠুন চক্রবর্তীর থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানেই হোটেলের রিসেপশন লবিতে হোটেল কর্তৃপক্ষের তরফে লাগানো ছবিতে রাজনৈতিক সৌজন্যের ছবি।
#মালদহ: মিঠুন চক্রবর্তীর এবারের বাংলা সফরকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে তৃণমূল-বিজেপির। রাজনীতিতে বিরোধ থাকলেও 'এক ফ্রেমে' তৃণমূল-বিজেপি। পাশাপাশি। সৌজন্যের ছবি। মমতা-মিঠুন-অভিষেক-দেব। মালদহের যে হোটেলে মিঠুন চক্রবর্তীর থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানেই হোটেলের রিসেপশন লবিতে হোটেল কর্তৃপক্ষের তরফে লাগানো ছবিতে রাজনৈতিক সৌজন্যের ছবি।
মালদহের সেই হোটেলের রিসেপশন লবিতে দেখা মিলল এক 'বিরল' ছবি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনীতিতে সৌজন্যবোধ হারিয়ে যাচ্ছে। সেখানে দেখা মিলল 'অন্য' রাজনৈতিক সৌজন্যের ছবি। রবিবার সকালে মালদহ স্টেশনে পৌঁছে সড়কপথে ন্যাশনাল হাইওয়ের পাশে যে হোটেলে উঠেছেন মিঠুন, সেখানেই দেখা মিলল এই সৌজন্যের ছবি। এই হোটেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তারকা সাংসদ দেব ছাড়াও ফটো স্টান্ডে ফ্রেমবন্দী মিঠুন চক্রবর্তীও।
advertisement

advertisement


আরও পড়ুন: বিজেপির নবান্ন অভিযান নিয়ে অনুসন্ধান কমিটির রিপোর্টে চাঞ্চল্য, সিবিআই তদন্তের দাবি
এই হোটেলে তিনি আগেও থেকেছেন। মিঠুন চক্রবর্তীর বালুরঘাট সার্কিট হাউস বা সেখানকার হোটেলে 'না' থাকা নিয়েও তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। শেষমেশ বঙ্গ বিজেপির তরফে মালদহে মিঠুন চক্রবর্তীর থাকার জন্য হোটেলের ব্যবস্থা করা হয়। মালদহ থেকেই মহাগুরু বালুরঘাটের কর্মসূচিতে সড়কপথে যাওয়া-আসা করবেন। বিজেপির প্রাক পুজো সম্মেলন, বালুরঘাটে পুজো উদ্বোধন-সহ অন্যান্য কর্মসূচি শেষ করে এদিন রাতেই মালদহ টাউন স্টেশন থেকে মিঠুন ফিরবেন কলকাতায়। মিঠুন চক্রবর্তীর রাজ্য সফরকে কেন্দ্র করে রাজনৈতিক তরজার আবহেই দেখা মিলল এক 'অন্য' রাজনৈতিক সৌজন্যের ছবি।
advertisement
আরও পড়ুন: চেতলা থেকে রাজ্যজুড়ে একাধিক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, মহালয়াতেই শুরু ঠাকুর দেখা!
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যদের সঙ্গে হোটেলের ফটো স্ট্যান্ডে মিঠুন চক্রবর্তীর ছবিও জ্বলজ্বল করছে। আগে উত্তরবঙ্গ সফরে এসে একাধিকবার থেকেছেন মমতা-অভিষেক। এই হোটেলে। মালদার এই হোটেলে এর আগেও উত্তরবঙ্গ সফরে এসে থেকেছেন মিঠুনও। হোটেল কর্তৃপক্ষের তরফে বিশেষ অতিথিদের আগমনের সেই স্মৃতি রিসেপশন লবিতে ফ্রেমবন্দী করা আছে আজও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2022 11:59 AM IST