স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় এলাকার বাসিন্দা সুমন বালার বাড়িতে কেউ ছিল না। হঠাৎ স্থানীয়রা তার ঘর থেকে আগুন বের হতে দেখেন। তড়িঘড়ি ছুটে আসেন সকলে। আগুন নেভানোর চেষ্টা করেন তারা। যদিও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। আগুন ধরে যায় পাশের আইসিডিএস স্কুলে। খবর দেওয়া হয় দমকলে।
advertisement
খবর পেয়ে গোবরডাঙ্গা ফায়ার বিগ্রেড থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছনোর রাস্তা সরু হওয়ায় ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারেনি। বাধ্য হয়ে ইঞ্জিন ফেলে রেখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বাড়ির মটর ও বালতি নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান দমকল কর্মীরা। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে খাক হয়ে গিয়েছে ওই বাড়ি এবং আইসিডিএস স্কুল। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও একটি বাড়ি।
আরও পড়ুনঃ বিদ্যুৎ দফতরের গা ফিলতিতেই বিদ্যুৎকর্মীর অকাল মৃত্যু! দফতর ঘেরাও করে গ্রামবাসী যা করলেন…! শোরগোল
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক তারে শর্ট সার্কিট হয়ে বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি ও মতুয়া মাতুয়া মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর-সহ স্থানীয় জন প্রতিনিধিরা। ক্ষতিগ্রস্থদের সহায্যের আশ্বাস দিয়েছেন সোমা ঠাকুর ও ইলা বাগচি।