আর সেই সুবাদেই, দূর-দূরান্ত থেকে আগত মতুয়া ভক্তদের সুবিধার্থে এক্সপ্রেস ট্রেন-সহ বাড়তি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাত দিন ধরে চলবে মেলা, তবে পুণ্যস্নানের তিথিকে মাথায় রেখে এদিন থেকেই দূর-দূরান্ত দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে দূরপাল্লার ট্রেনগুলি।
আরও পড়ুন: মে মাসেই মাধ্যমিক ২০২৫-এর ফলপ্রকাশ, সম্ভাব্য দিন ঘোষণা পর্ষদের! দ্রুত রেজাল্ট আউট করতে বড় উদ্যোগ
advertisement
লোকাল ট্রেনগুলির ক্ষেত্রে আগামিকাল পরিষেবা রাখা হয়েছে সকাল থেকে। সব মিলিয়ে ৮টি লোকাল ট্রেন এবং চারটি বিশেষ দূরপাল্লার ট্রেন চালানো হবে বলেই জানানো হয়েছে রেলের তরফে। কাঠগোদাম, লামডিং, জগদলপুর ও আলিপুরদুয়ার থেকে চারটি বিশেষ এক্সপ্রেস ট্রেন আসছে ঠাকুরনগরে।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে শ্রেয়ার ‘বাজি’ বাঙালি মানসী, কোথায় বাড়ি-কোথায় পড়াশোনা? বিজয় কি সময়ের অপেক্ষা?
গেদে, লালগোলা, ক্যানিং ও নামখানা থেকে চারটি আপ ও চারটি ডাউন লোকাল চলবে ঠাকুরনগর পর্যন্ত। ইতিমধ্যেই ঠাকুরনগর প্লাটফর্ম ১২ কামরার ট্রেন দাঁড়ানোর মতো করা হয়েছে। তবে দূরপাল্লার ট্রেনগুলিও এসে দাঁড়াবে এই প্লাটফর্মেই। মেলাকে কেন্দ্র করে তাই লক্ষাধিক ভক্তের চাপ সামাল দিতে প্রস্তুতি সেরে ফেলেছে রেল।
Rudra Narayan Roy