Madhyamik 2025 Result Date: মে মাসেই মাধ্যমিক ২০২৫-এর ফলপ্রকাশ, সম্ভাব্য দিন ঘোষণা পর্ষদের! দ্রুত রেজাল্ট আউট করতে বড় উদ্যোগ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
WBBSE Madhyamik Exam 2025 Result: মাধ্যমিক ২০২৫-এর রেজাল্ট আউট কবে? বুধবার বড় খবর জানাল মধ্যশিক্ষা পর্ষদ। মে মাসের দ্বিতীয় সপ্তাহেই মাধ্যমিকের ফলপ্রকাশের জোর সম্ভাবনা।
কলকাতা: মাধ্যমিক ২০২৫-এর রেজাল্ট আউট কবে? গত সপ্তাহের বুধবার বড় খবর জানায় মধ্যশিক্ষা পর্ষদ। মে মাসের দ্বিতীয় সপ্তাহেই মাধ্যমিকের ফলপ্রকাশের জোর সম্ভাবনা। চলতি বছরের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে মোট ৯,৮৪, ৮৯৪ জন। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্য জুড়ে পরীক্ষা হয় মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে।
advertisement
পর্ষদ সূত্রে খবর, ১২ মে থেকে ২০ মে-র মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, ১২ মে-কে টার্গেট করেই এগোচ্ছে পর্ষদ। এখনও পর্যন্ত প্রায় ৫০ শতাংশ উত্তরপত্র জমা পড়েছে মূল্যায়ন হয়ে। যদিও পর্ষদের আধিকারিকরা জানাচ্ছেন উত্তর-পত্র মূল্যায়নের পর তার জমা দেওয়ার উপরেই নির্ভর করবে মাধ্যমিকের ফলপ্রকাশ।
advertisement
আরও পড়ুন: দেশের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজ, পাশ করলেই কোটি টাকার প্যাকেজে চাকরি! টপাররা দেখে রাখুন
সেক্ষেত্রে উত্তরপত্রগুলি যাতে দ্রুত জমা পড়ে মূল্যায়ন হওয়ার পর, সেই বিষয়ে ইতিমধ্যেই তৎপরতাও শুরু করেছে পর্ষদ। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী এ বছর মাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। গতবারের তুলনায় তুলনামূলক কম সময়ে ফলপ্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের। গত বারের মতো এবারও প্রথম ১০ স্থান পর্যন্ত মেধাতালিকা ঘোষণা করবে পর্ষদ।
advertisement
গতবারের তুলনায় এবার পরীক্ষাকে নিয়ে কড়াকড়ি মনোভাব ছিল পর্ষদের। কড়া নজরদারি ছিল, ফলে কমসংখ্যক পড়ুয়ার পরীক্ষা বাতিল হয়েছে। মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অভিযোগে পরীক্ষা বাতিলের সংখ্যা ২০-র কাছাকাছি।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে শ্রেয়ার ‘বাজি’ বাঙালি মানসী, কোথায় বাড়ি-কোথায় পড়াশোনা? বিজয় কি সময়ের অপেক্ষা?
advertisement
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি বা পুরো রুটিন
১) ১০ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা।
২) ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা।
৩) ১৫ ফেব্রুয়ারি (শনিবার): অঙ্ক।
৪) ১৭ ফেব্রুয়ারি (সোমবার): ইতিহাস।
৫) ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভূগোল।
৬) ১৯ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান।
৭) ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ভৌতবিজ্ঞান।
৮) ২২ ফেব্রুয়ারি (শনিবার): ঐচ্ছিক বিষয়।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2025 4:55 PM IST