গ্রেফতার হওয়া চাকরিপ্রার্থীদের ছেড়ে দেওয়ার পরেও ছয়জন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করে রাখে পুলিশ। সেই ৬ জনের মধ্যে রয়েছে বেলঘড়িয়ার বাসিন্দা দেবব্রত মহাপাত্র। দেবপ্রিয় নির্দোষ দাবি করে তার মা জানান, তার ছেলে কালীঘাটে পুজো দিতে গিয়েছিল।
আরও পড়ুন: লোকসভা ভোটে প্রার্থী কারা? মঙ্গলেই চূড়ান্ত ফায়সালা? অমিত শাহের হাতেই ‘সব’
সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করে। পরিবারের অভিযোগ, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুলিশ তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। আজ বড়দিন। উৎসবের দিন। সবার বাড়িতে আজ খুশির দিন।
advertisement
আরও পড়ুন: দোকানের সামনে লেপের তলায় ওটা কে! শেষমেশ যা জানা গেল, হাড়হিম সকলের
কিন্তু বেলঘড়িয়া নওদাপাড়ার মহাপাত্র পরিবারে সবার মন খারাপ। পরিবারের একমাত্র ছেলে সে জেল খাটছে হকের চাকরি দাবি জানাতে গিয়ে।দেবব্রত ফিজিক্স তে MSC ফাস্ট ক্লাস।মেধাবী ছাত্র দেবব্রত পুলিশের গায়ে হাত দিতে পারে না! দাবি দেবব্রতের মায়ের। পুলিশ ইচ্ছে করে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।
