পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি চারচাকা গাড়িতে করে চন্দ্রনাথ সিনহার বোন, তাঁর স্বামী এবং পরিবারের আরও তিনজন মুরারই থেকে পুরুলিয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি চারচাকা যাত্রীবাহী ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। জোরালো ধাক্কায় দুটি গাড়িই উল্টে গিয়ে রাস্তার ধারে পড়ে যায়। ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। সদাইপুর থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে।
advertisement
আরও পড়ুন: ৩০ লক্ষের বিগ বাজেটের কালীপুজো! নজরকাড়া থিম, জানলে ছুটে আসবেন পূর্ব মেদিনীপুরের ‘এই’ মণ্ডপে
আহত অর্ণব ঘোষ জানান, “আমরা বীরভূমের মুরারই থেকে পুরুলিয়া যাচ্ছিলাম। হঠাৎ দেখি সামনে থেকে একটি মারুতি ভ্যান আসছে। প্রচণ্ড ধাক্কা লাগে, গাড়ি উল্টে যায়। আমি ঠিক আছি, কিন্তু মা, বাবা আর ঠাকুমার অবস্থা ভাল নয়।” অন্যদিকে, মারুতি ভ্যানে থাকা তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদেরও সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। আহতদের খোঁজখবর নিয়ে তিনি জানান, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন, ভগ্নিপতি ও তাঁদের পরিবারের সদস্যরা এই দুর্ঘটনায় জখম হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলকাতায় স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। মোট আট থেকে নয়জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দুটি গাড়িই উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার ফলে কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।