আরও পড়ুন: ধেয়ে আসবে ৫০ কিমি বেগে ঝড়! জেলার পর জেলায় বৃষ্টির তাণ্ডব, বাংলার আবহাওয়ায় বড়সড় বদল
সূত্রের খবর, রায়দিঘির কাছারি মোড়ে একটি খাবারের দোকানে প্রথম আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে পাশের একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। আগুন লাগার পরই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর খবর দেওয়া হয় রায়দিঘি থানায়। খবর যায় দমকলেও। তাদের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
advertisement
রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা জানিয়েছেন, আগুনে ক্ষতি হয়েছে অনেকটাই। প্রশাসনের পক্ষ থেকে সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। যেটুকু সাহায্য করা যায় তা দেখা হচ্ছে। তবে স্থানীয় মানুষজন ও দমকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। খুব ভাল কাজ করেছে বলে জানিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত এলাকার পাশে কিছু দোকান বন্ধ রয়েছে বলে খবর।
নবাব মল্লিক