প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুটি বাইকে মোট চারজন আরোহী ছিলেন। এক বাইকে ছিলেন বেলাই গ্রামের বাসিন্দা দুই বন্ধু রাম দাশ (২১) এবং বাবু দাশ (২৬)। তারা নতুনহাট বাজারে মোবাইল কিনতে যাচ্ছিলেন। বাবু দাশ বাইক চালাচ্ছিলেন। উল্লেখযোগ্য, মাত্র এক মাস আগেই বিয়ে করেন বাবু।
advertisement
অন্যদিকে, দ্বিতীয় বাইকে ছিলেন নতুনগ্রামের মকবুল সেখ (৪৮) ও ভাটপাড়া গ্রামের আবদুল্লা সেখ। তারা নতুনহাটে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় মাঝরাস্তায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। প্রচণ্ড শব্দে দুটি বাইক একে অপরের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাবু দাশ (২৬) ও মকবুল সেখ (৪৮)। গুরুতর জখম অবস্থায় আবদুল্লা সেখকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু তাঁর।
আরও পড়ুনঃ হাড়োয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফের পোস্টার বিতর্ক! দুর্নীতির অভিযোগে বিদ্ধ রবিউল ইসলাম
অন্যদিকে, রাম দাশ (২১) গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চারদিক থেকে মানুষ ছুটে আসেন। মঙ্গলকোট হাসপাতাল চত্বরে শুরু হয় চরম উত্তেজনা। শোকে ভেঙে পড়েন মৃতদের পরিবার। বহু মানুষ ভিড় জমিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ভয়াবহ দূর্ঘটনায় তিনজনের মৃত্যুতে এলাকাবাসী হতবাক।