TRENDING:

Birbhum News: ১০ তলা ওপিডি বিল্ডিং, উন্নত চিকিৎসা পরিষেবার পথে রামপুরহাট মেডিকেল

Last Updated:

বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা ও ঝাড়খণ্ডের বহু রোগী রামপুরহাট মেডিকেল কলেজে প্রতিদিন চিকিৎসার জন্য আসেন। বর্তমানে হাসপাতালের পরিকাঠামোগত অভাব থাকার ফলে অনেক রোগীকে বর্ধমান মেডিকেল কলেজ কিংবা কলকাতায় স্থানান্তরিত করতে হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: এবার রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে তৈরি হতে চলেছে আধুনিকমানের ১০ তলা ওপিডি বিল্ডিং। কয়েক কোটি টাকা খরচ করে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে তৈরি করা হচ্ছে এই বিল্ডিং। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিল্ডিং তৈরির জন্য টেন্ডার হয়ে গিয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। এর ফলে মেডিকেল চিকিৎসা পরিষেবা আরও উন্নত থেকে উন্নততর হবে বলে মনে করা হচ্ছে।
advertisement

আরও পড়ুন: চোখ ধাঁধানো উজ্জ্বল বাসনে খাওয়ার শখ? এই গ্রামে এলেই ইচ্ছে পূরণ

বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা ও ঝাড়খণ্ডের বহু রোগী রামপুরহাট মেডিকেল কলেজে প্রতিদিন চিকিৎসার জন্য আসেন। বর্তমানে হাসপাতালের পরিকাঠামোগত অভাব থাকার ফলে অনেক রোগীকে বর্ধমান মেডিকেল কলেজ কিংবা কলকাতায় স্থানান্তরিত করতে হয়। যার জন্য গরিব রোগীদের পরিবার আর্থিক সমস্যার মধ্যে পড়েন।

advertisement

প্রসঙ্গত ২০১৩ সালের ৩১ মার্চ রামপুরহাট মহকুমা হাসপাতালকে স্বাস্থ্য জেলা হাসপাতাল হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১৪ সালে এই হাসপাতাল ক্যাম্পাসেই সুপার স্পেশালিটি হাসপাতালগড়ে তোলা হয়েছে। আর স্পেশালিটি হাসপাতালগড়ে তোলার পরই একের পর এক উন্নত পরিষেবা নিয়ে এসেছে রামপুরহাট হাসপাতাল।

View More

আরও খবর পড়তে ফলো করুন:

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

advertisement

এছাড়াও হাসপাতালের পুরানো বিল্ডিংয়ে মা ও শিশুদের জন্য পৃথক বিভাগ চালু হয়েছে। নিচের তলায় রয়েছে সিসিইউ ইউনিট। এছাড়াও এই হাসপাতালে আছে এসএনসিইউ বিভাগ। ২০১৯ সালের ওই বিল্ডিংয়েই পথ চলা শুরু করেছে মেডিকেল কলেজ হাসপাতাল। রামপুরহাট মেডিকেলের ১০ তলা ওপিডি বিল্ডিং তৈরি হলে আরও উন্নত মানের পরিষেবা মিলবে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সৌভিক রায়

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ১০ তলা ওপিডি বিল্ডিং, উন্নত চিকিৎসা পরিষেবার পথে রামপুরহাট মেডিকেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল