TRENDING:

Tehatta Case: নিজের ছেলেকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফিরে শিশুকে খুন? তেহট্ট কাণ্ডে একের পর এক শিউরে ওঠা তথ‍্য

Last Updated:

Tehatta Case: তেহট্টে ৯ বছরের শিশু খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর রুদ্র, নদিয়া: তেহট্টে ৯ বছরের শিশু খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনা আকষ্মিক নাকি পূর্ব পরিকল্পিত, তা নিয়েও উঠেছে প্রশ্ন। খুনের দায়ে অভিযুক্ত উত্‍পল মণ্ডলের ছেলেও ওইদিন ভর্তি ছিল হাসপাতালে। ছেলের হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও কেউ একজন শিশুকে খুন করতে পারে? এমন একাধিক রহস‍্য ঘনিয়েছে এই খুনের ঘটনাকে কেন্দ্র করে।
নিজের ছেলেকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফিরে শিশুকে খুন? তেহট্ট কাণ্ডে একের পর এক শিউরে ওঠা তথ‍্য
নিজের ছেলেকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফিরে শিশুকে খুন? তেহট্ট কাণ্ডে একের পর এক শিউরে ওঠা তথ‍্য
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ১১: ১৫ নাগাদ ছোট ছেলে ছোট্টু মণ্ডল পেটে যন্ত্রণা নিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হয়। তার সঙ্গে ছিলেন মা সোমা মণ্ডল ও বাবা উৎপল মণ্ডল। তার স্ত্রী সোমা মণ্ডল হাসপাতালে থেকে যান। সেই সময় বাড়িতে ছিলেন শুধুমাত্র উৎপলের পুত্রবধূ নিশা মণ্ডল। ঠিক ওই সময়েই বাড়ি থেকে বেরিয়েছিল তৃতীয় শ্রেণীর মৃত শিশু।

advertisement

আরও পড়ুন: সবাই পরেন, বলুন তো T Shirt-এর T-এর মানে কী? A, B, C কেউ নয়, কেন T এল ‘শার্টের’ আগে? আসল অর্থ জানলে বিশ্বাই হবে না, ৯৯% লোকজনই ডাহা ভুল উত্তর দিয়েছেন

নিহত শিশুর বাড়ি ও উৎপলের বাড়ি পাশাপাশি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নিহত শিশু থেকে বেরোতেই রাস্তা থেকে তাকে বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত উৎপল। সেখানে মুখ বেঁধে তাকে আটকে রাখা হয়। এছাড়াও উৎপলের পুত্রবধূ অন্তঃসত্ত্বা। তিনি শিশুদের ভাল বাসতেন। তিনি বাড়িতে একা থাকায় ওই শিশুকে বাড়ি ডাকতেও পারেন। তদন্তে পুলিশ জানতে পেরেছে তিনটে নাগাদ উৎপলের ছোট ছেলের শাশুড়ি জামাইকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য উৎপলকে টোটো ভাড়ার জন্য ফোন করেন। কিন্তু ভাড়া আছে বলে এড়িয়ে যায় উৎপল। কিন্তু ওইসময় টৌটো নিয়ে ভাড়ায় নিয়ে যায়নি অভিযুক্ত, বাড়িতেই ছিলেন। সন্ধ্যা নাগাদ পুনরায় ছেলেকে দেখতে হাসপাতালে যান তিনি।

advertisement

আরও পড়ুন: সোমবার থেকে বাতিল একগুচ্ছ ট্রেন! কোন ডিভিশনে ব‍্যাহত ট্রেন চলাচল? কবে থেকে স্বাভাবিক হবে পরিষেবা? বাড়ি থেকে বেরোনোর আগেই জেনে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেই সময় ওই ছাত্রের খোঁজ শুরু করে পরিবারের লোকজন। আটটা নাগাদ হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন উৎপল ও তার স্ত্রী। সেই সময় নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করে এলাকাবাসী। যদিও তাদের কোনও হেলদোল ছিল না। পুলিশের অনুমান ভয় পেয়ে গিয়ে শ্বাসরোধ করে ছাত্রকে খুন করা হয়। এরপর গভীর রাতে বাড়ির পিছনের ডোবাতে শিশুর দেহ ফেলে দেয় অভিযুক্ত উৎপল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tehatta Case: নিজের ছেলেকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফিরে শিশুকে খুন? তেহট্ট কাণ্ডে একের পর এক শিউরে ওঠা তথ‍্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল