Train: সোমবার থেকে বাতিল একগুচ্ছ ট্রেন! কোন ডিভিশনে ব্যাহত ট্রেন চলাচল? কবে থেকে স্বাভাবিক হবে পরিষেবা? বাড়ি থেকে বেরোনোর আগেই জেনে নিন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Train Cancel: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে যাত্রী পরিষেবা আবারও বিঘ্নিত। রেলের এই সিদ্ধান্তে দৈনন্দিন যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন!
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে যাত্রী পরিষেবা আবারও বিঘ্নিত। রেলের তরফ থেকে জানানো হয়েছে আজ ৮ সেপ্টেম্বর সোমবার থেকে আগামী ১৪ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য ‘রোলিং ব্লক’ রাখা হয়েছে। এর ফলে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এর ফলে চরম দুর্ভোগের সম্মুখীন হতে চলেছেন রেল যাত্রীরা। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
advertisement
আজ সোমবার ৮ সেপ্টেম্বর বাতিল থাকবে ৬৮০২৩/৬৮০২৪ ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার। আগামী ৯ সেপ্টেম্বর বাতিল থাকবে ৬৮০২৩/৬৮০২৪ টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার। আগামী ১২ ও ১৪ সেপ্টেম্বর বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার। আগামী ১২ ও ১৪ সেপ্টেম্বর বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের। আগামী ৯ সেপ্টেম্বর আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আসানসোল-আদ্রা সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের। আগামী ৯,১১,১২ ও ১৪ সেপ্টেম্বর বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। গোমো-হাঁটিয়া-গোমো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের। আগামী ৮,১২ ও ১৪ সেপ্টেম্বর ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
advertisement