TRENDING:

Teenager Drowned: মর্মান্তিক! রিলস বানাতে গিয়ে জলে ঝাঁপ, ঘটে গেল বিরাট অঘটন, নাবালকের নির্মম পরিণতি!

Last Updated:

Teenager Drowned: দক্ষিণ ২৪ পরগনা জেলার বারাইপুর এলাকায় পাম্প হাউসের খালে রিলস বানাতে গিয়ে জলে ঝাঁপ দিয়ে শেষ পর্যন্ত নিখোঁজ হয়ে গেল নাবালক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সংরক্ষিত এলাকায় জলের স্রোতের সঙ্গে রিলস বানাতে গিয়ে ভেসে গেল এক কিশোর। ঘটনাটি ঘটেছে বারুইপুরের উত্তর ভাগ পাম্পিং স্টেশনে। নিখোঁজ কিশোরের নাম মহম্মদ শামিম। তার বাড়ি বারুইপুরেরই মল্লিকপুরে। এখনও পর্যন্ত তার কোনও হদিশ পাওয়া যায় নি। বারুইপুর থানার পুলিশ স্থানীয় মৎসজীবীদের নামিয়ে তল্লাশি চালাচ্ছে। যদিও তার সঙ্গীর কিছু হয়নি।
 নিখোঁজ  নাবালক
নিখোঁজ নাবালক
advertisement

এলাকার বাসিন্দাদের বক্তব্য উত্তরভাগ পাম্পিং স্টেশন যেন এক পর্যটন কেন্দ্র। প্রায়ই বিভিন্ন জায়গার মানুষ এখানে ঘুরতে আসেন। অতিরিক্ত বৃষ্টি হলে সেই সংখ্যাটা আরও বাড়ে। কলকাতা পৌর এলাকা, রাজপুর সোনারপুর, বারুইপুরের একটা অংশের জল এই উত্তরভাগ পাম্পিং স্টেশন হয়ে বিদ্যাধরী ও মাতলা নদীতে গিয়ে পড়ে। জমা জল পাম্পিং স্টেশন হয়ে খালে পড়ার সময় বিরাট স্রোতের সৃষ্টি হয়। তা দেখতে ভিড় জমান অনেকেই।

advertisement

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

এই দৃশ্য দেখতে এবং ভিডিওর জন্য রিলস বানাতে কয়েকজন বন্ধুর সঙ্গে বারুইপুরের মল্লিকপুর এলাকা থেকে এখানে এসেছিল কিশোর মহম্মদ শামিম ও মহম্মদ রাকিব।জলের স্রোতে শামিম ভেসে যায়। রাকিব-সহ অন্যরা তাকে আটকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি।

advertisement

View More

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

এদিকে এই ঘটনা জানাজানি হলে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাগ সরদার। বিধায়ক বলেন,এটা ভ্রমণ কেন্দ্র বা আড্ডা মারার জায়গা নয়। নিরাপত্তারক্ষীরা বারণ করলে তাদের মারধর করা হয়। প্রশাসন দেহ খোঁজার চেষ্টা করছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Teenager Drowned: মর্মান্তিক! রিলস বানাতে গিয়ে জলে ঝাঁপ, ঘটে গেল বিরাট অঘটন, নাবালকের নির্মম পরিণতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল