এলাকার বাসিন্দাদের বক্তব্য উত্তরভাগ পাম্পিং স্টেশন যেন এক পর্যটন কেন্দ্র। প্রায়ই বিভিন্ন জায়গার মানুষ এখানে ঘুরতে আসেন। অতিরিক্ত বৃষ্টি হলে সেই সংখ্যাটা আরও বাড়ে। কলকাতা পৌর এলাকা, রাজপুর সোনারপুর, বারুইপুরের একটা অংশের জল এই উত্তরভাগ পাম্পিং স্টেশন হয়ে বিদ্যাধরী ও মাতলা নদীতে গিয়ে পড়ে। জমা জল পাম্পিং স্টেশন হয়ে খালে পড়ার সময় বিরাট স্রোতের সৃষ্টি হয়। তা দেখতে ভিড় জমান অনেকেই।
advertisement
এই দৃশ্য দেখতে এবং ভিডিওর জন্য রিলস বানাতে কয়েকজন বন্ধুর সঙ্গে বারুইপুরের মল্লিকপুর এলাকা থেকে এখানে এসেছিল কিশোর মহম্মদ শামিম ও মহম্মদ রাকিব।জলের স্রোতে শামিম ভেসে যায়। রাকিব-সহ অন্যরা তাকে আটকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি।
এদিকে এই ঘটনা জানাজানি হলে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাগ সরদার। বিধায়ক বলেন,এটা ভ্রমণ কেন্দ্র বা আড্ডা মারার জায়গা নয়। নিরাপত্তারক্ষীরা বারণ করলে তাদের মারধর করা হয়। প্রশাসন দেহ খোঁজার চেষ্টা করছে।
সুমন সাহা