TRENDING:

Teenager Missing: বাবার সঙ্গে কাঁকড়া ধরতে গিয়ে টেনে নিয়ে গেল কুমির! নাবালকের সন্ধানে নদীতে চিরুনি তল্লাশি

Last Updated:

Teenager Missing: স্থানীয় সূত্রের খবর, ওই কিশোর নিজের বাবার সঙ্গে নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিল। হঠাৎ তাকে কুমির টেনে নিয়ে যায়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: এক নাবালককে কুমির টেনে নিয়ে গিয়েছে বলে আতঙ্ক ছড়াল সুন্দরবন। তৎক্ষণাৎ নদীতে তল্লাশি অভিযান শুরু করে প্রশাসন। যদিও মানিক ভক্তা (১৩) নামে ওই কিশোরের এখনও সন্ধান মেলেনি। পাথরপ্রতিমার জি প্লটের গোবর্ধনপুরে মঙ্গলবার সকাল থেকে নদীর বুকে তন্ন তন্ন করে খোঁজ চলছে ওই কিশোরের।
নদীতে চলছে চিরুনি তল্লাশি 
নদীতে চলছে চিরুনি তল্লাশি 
advertisement

এদিকে তল্লাশি অভিযানের সময় যত এগিয়ে চলেছে ততই হতাশ হয়ে পড়ছেন গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, মানিককে কুমিরেই টেনে নিয়ে গিয়েছে। গ্রামবাসীদের থেকে বিষয়টি জেনে তল্লাশি অভিযানে নামে বন দফতর। তাদের সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। শাসকদলের অঞ্চল সভাপতি শেখ নুর ইসলামের উদ্যোগে লঞ্চ এবং ট্রলার জোগাড় করে তল্লাশি অভিযানে নামানো হয়েছে। সেই লঞ্চ এবং ট্রলারে করে নদীতে খোঁজ চলছে ওই বালকের।

advertisement

আর‌ও পড়ুন: জল মুক্ত এলাকার আশ্বাস পেতেই হাসি ফুটল আন্দুলবাসীর মুখে

ছবি, ভিডিও করা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার। জানা গিয়েছে, সত্যদাসপুরের বাসিন্দা হুকুম ভক্তার ছেলে মানিক। স্থানীয় সূত্রের খবর, ওই কিশোর নিজের বাবার সঙ্গে নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিল। হঠাৎ তাকে কুমির টেনে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে দ্রুত বন দফতর এবং পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে বন কর্মী ও পুলিশ এলাকায় ছুটে আসে। সেই থেকে টানা তল্লাশি চলছে। বন দফতরের পক্ষ থেকে ডিএফও মিলন মণ্ডল জানান, তঁদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কিন্তু পাড় থেকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার কোনও চিহ্ন তাঁরা পাননি। যদিও ছেলেটির সন্ধান চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Teenager Missing: বাবার সঙ্গে কাঁকড়া ধরতে গিয়ে টেনে নিয়ে গেল কুমির! নাবালকের সন্ধানে নদীতে চিরুনি তল্লাশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল